For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সরকার গড়লে কে হবেন মুখ্যমন্ত্রী, ফের ইঙ্গিতপূর্ণ বার্তা দিলীপ ঘোষের

বিজেপি সরকার গড়লে কে হবেন মুখ্যমন্ত্রী, ফের ইঙ্গিতপূর্ন বার্তা দিলীপ ঘোষের

Google Oneindia Bengali News

বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হবেন এই নিয়ে জল্পনার শেষ নেই। কেউ বলছেন দিলীপ। কেউ বলছেন শুভেন্দু আবার কেউ বলছেন মিঠুন চক্রবর্তী। দিলীপ ঘোষের মন্তব্যে ফের জল্পনা উস্কে দিয়েছে। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করেছেন,মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ভোটে লড়ার প্রয়োজন নেই। দলের যেকেউ মুখ্যমন্ত্রী হতে পারেন। এমন নয় যে যাঁরা ভোটে লড়ছেন তাঁদের মধ্যেই কেউ হবেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষের এই মন্তব্যেপ পরেই জল্পনা পারদ চড়তে শুরু করেছে।

বিজেপির মুখ্যমন্ত্রী কে

বিজেপির মুখ্যমন্ত্রী কে

বিজেপির মুখ্যমন্ত্রী কে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও দলের কেন্দ্রীয় নেতৃত্ব বারবারই বলে চলেছে বাংলার ভূমিপুত্রই হবে মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন তাঁকে সামনে রেখে ভোটের ময়দানে নামেনি বিজেপি। গোটা রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই একমাত্র মুখ।তাঁকে সামনে রেখেই প্রচার চলবে বলে জানিয়েছেন অমিত শাহ থেকে জেপি নাড্ডা সকলেই।

 মিঠুনকে ঘিরে জল্পনা

মিঠুনকে ঘিরে জল্পনা

অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কী মিঠুই হবেন বিজেপির মুখ্যমন্ত্রী। তাঁর ভোটে দাঁড়ানো নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কৈলাশ বিজয়বর্গীয় বলেছিলেন মিঠুন চাইলে তাঁকে দল প্রার্থী করতেই পারেন। কিন্তু মিঠুন নিজেই প্রার্থী হতে চাননি। তবে বিজেপিতে যোগ দিয়ে রীতিমতো পোড় খাওয়া নেতার মতোই হুঙ্কার দিয়ে বলেছিলেন আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। একাধিক নেতার প্রচারে ময়দানে নেমেছেন মিঠুন।

 দিলীপ কী মুখ্যমন্ত্রী পদে

দিলীপ কী মুখ্যমন্ত্রী পদে

বিজেপি কি দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পদে ভাবছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও দিলীপ এবার কোনও কেন্দ্রেই প্রার্থী হননি। তবে মেদিনীপুরে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে দিলীপের প্রশংসা শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন দিলীপ ঘোষ দলতে এই স্তরে নিয়ে আসার জন্য কয়েকমাস রাতে ঘুমোয়নি। তাঁর মতো নেতাকে পেয়ে দল গর্বিত। তারপরেই আরও দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রী হওয়াল জল্পনা পারদ চড়েছিল। মঙ্গলবার দিলীপের মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রতিক্রিয়া আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে। দিলীপ বলেেছন যারা প্রার্থী হচ্ছেন তাঁদের মধ্যে থেকেই মুখ্যমন্ত্রী হতে হবে এমন কোনও কথা নেই।

শুভেন্দুও কী মুখ্যমন্ত্রী মুখ

শুভেন্দুও কী মুখ্যমন্ত্রী মুখ

দিলীপ, মিঠুন ছাড়াও বিজেপির অন্দরে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে আরও একটি নাম ভেসে আসছে। সেটি শুভেন্দু অধিকারী। তাঁকে নাকি এই পদের টোপ দিয়েই বিজেপিতে সামিল করা বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর সভায় তাই একের পর এক হেভিওয়েট নেতাদের দেখা গিয়েছে প্রচারের ময়দানে। মিঠুন থেকে অমিত শাহ সকলেই ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে।

English summary
BJP leader Dilip Ghosh hints who will be BJP's CM if form government in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X