For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্রিগেডে যাঁরা আসবেন তাঁদের কোনও কাজ নেই', তৃণমূলের সভা ঘিরে তোপ দিলীপের

শনিবারের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ ঘিরে ক্রমেই রাজ্য রাজনীতিতে তাপ উত্তাপের আঁচ উঠে আসছে।

  • |
Google Oneindia Bengali News

শনিবারের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ ঘিরে ক্রমেই রাজ্য রাজনীতিতে তাপ উত্তাপের আঁচ উঠে আসছে। তৃণমূলের ডাকে লোকসভার আগে ব্রিগেডের এই মহাসমাবেশে বিজেপি বিরোধী রাজনীতির মঞ্চ পোক্ত হতে চলেছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের । চন্দ্রবাবু নাইডু থেকে যশবন্ত সিনহা, অখিলেশ যাদব সহ একাধিক নামী রাজনৈতিক নেতারা উপস্থিত থাকতে চলেছেন এই সমাবেশে। তবে এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।

ব্রিগেডে যাঁরা আসবেন তাঁদের কোনও কাজ নেই, তৃণমূলের সভা ঘিরে তোপ দিলীপের

উত্তর ২৪ পরগরনার জয়নগরে অমিত শাহের সভার প্রস্তুতি দেখতে পৌঁছন বিজেপি নেতা দিলীপ ঘোষ । সেই সময়ে তাঁকে তৃণমূলের ব্রিগেড সমাবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ' ব্রিগেডে যাঁরা আসবেন তাঁদের কোনও কাজ নেই। কেউ অবসরপ্রাপ্ত আর কেউবা প্রত্যাখ্যাত।' দিলীপ ঘোষের দাবি, '.. মোদীর ভয়ে সব এক জায়গায় আসছেন। কিন্তু বাস্তবে তার কোনও ভিত্তি নেই। বিরোধী জোটের কোনও নীতি নেই, কোনও পদ্ধতিই নেই। '

[আরও পড়ুন: রাত পোহালেই ব্রিগেড! তৃণমূলের সভায় আনুমানিক লোকসংখ্যা অবাক করার মত ][আরও পড়ুন: রাত পোহালেই ব্রিগেড! তৃণমূলের সভায় আনুমানিক লোকসংখ্যা অবাক করার মত ]

এদিকে , শনিবারের ব্রিগেড সমাবেশকে ঐতিহাসিক মহাসমাবেশ বলে দাবি কার হচ্ছে তৃণমূল নেতৃত্বের তরফে। ১৯৭৭ সালে জ্যোতি বসুর আমলে ব্রিগেডের রাজনৈতিক মহাসমাবেশের পর এই প্রথম এতবড় সভা আয়োজিত হতে চলেছে বলে দাবি তৃণমূলের। শনিবারের সভায় থাকছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপির শরদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লা, ডিএমকের স্ট্যালিন, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক জাতীয় স্তরের নেতারা।

English summary
BJP leader Dilip Ghosh attacks Mamata Banerjee on Brigade issue .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X