For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুনালের ফেসবুক পোস্ট উপেক্ষা করেই রবীন্দ্র সদনে দিলীপ-সুকান্ত, সুব্রতকে শেষ শ্রদ্ধা

কুনালের ফেসবুক পোস্ট উপেক্ষা করেই রবীন্দ্র সদনে দিলীপ-সুকান্ত, সুব্রতকে শেষ শ্রদ্ধা

Google Oneindia Bengali News

কুণাল ঘোষের ফেসবুক পোস্টের পরেই রবীন্দ্র সদনে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল রাতেই টুইটে শোক জ্ঞাপন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই ফেসবুক পোস্টে বিজেপি নেতাদের রীতিমত হুমকি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা দিলীপ, সুকান্তর

সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা দিলীপ, সুকান্তর

রবীন্দ্র সদনে শায়িত রয়েছে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। সকাল থেকেই তাঁকে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন অসংখ্য মানুষ। আসছেন মন্ত্রী। রাজনৈতিক নেতারা। সেই তালিকায় সামিল হয়েছেন বিজেপি নেতারাও। বেলা বাড়ার সঙ্গে ভিড় বাড়ছে রবীন্দ্র সদনে। ১১টা নাগাদ সেখানে এসে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক সৌজন্য দেখিয়েই রবীন্দ্র সদনে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহতে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন তাঁরা। গতকালই রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে শ্রদ্ধা জানিয়েছেন।

গ্র্যান্ড ফাদার ছিলেন

গ্র্যান্ড ফাদার ছিলেন

রবীন্দ্র সদনে সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানিয়ে বিজেিপ নেতা দিলীপ ঘোষ বলেছেন, গত ৫ বছর ওনার সাহচর্য পাওয়ার সুযোগ পেয়েছি। বিধায়ক হওয়ার পরেও ওনার সঙ্গে কথা বলেছি, হাসিঠাট্টা করেছি। উনি রাজনীতিতে সবার অভিভাবক ছিলেন। মজা করে ওনাকে বলতাম দ্য গ্র্যান্ড ফাদার অফ বেঙ্গল পলিটিক্স। সিনিয়র শোভন দা আছেন। কিন্তু তাঁর একটা আলাদা জায়গায় ছিল। মেয়র থেকে মন্ত্রী সব জায়গায় তাঁর যোগ্যতার পরিচয় রেখেছেন। বাংলার রাজনীতিতে মহীরূহের পতন হল। যাঁরা আছেন তাঁদের দায়িত্ব সেই জায়গাটাকে পূরণ করা। তাঁর চলে যাওয়া বাংলার রাজনীতিতে অনেক বড় শূন্যস্থান তৈরি করে দিয়েছে।'

কুণাল ঘোষের হুঁশিয়ারি

কুণাল ঘোষের হুঁশিয়ারি

বিজেপি নেতাদের শ্রদ্ধা জানানো নিয়ে ফেসবুক পোস্টে রীতিমত হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'BJP-র যে দুজন নেতা সাতসকালে CBI পাঠিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতারের চক্রান্তে জড়িত ছিলেন, এখন প্রচারের জন্য ন্যাকামি করে শোকজ্ঞাপন করতে সামনে গেলে নিজদায়িত্বে যাবেন। খবরটা অন্যরকমও হয়ে যেতে পারে। যদিও তৃণমূলকর্মীরা যথেষ্ট সংযত থাকবেন।' কুণাল ঘোষের হুমকি পোস্ট উপেক্ষা করেই কিন্তু রবীন্দ্র সদনে গিয়ে প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার নিশীথ প্রামাণিকরা।

গান স্যালুটে শেষ বিদায়

গান স্যালুটে শেষ বিদায়

গান স্যালুেট শেষ বিদায় জানানো হবে মন্ত্রীেক। দুপুর ২টোয় বিধানসভায় নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাড়িতে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশশ্মানে। সেখানেই গানস্যালুটে তাঁকে শেষ বিদায় জানানো হবে। আজ সারাদিনই রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তবে শেষ কৃত্যে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়ে দিয়েছেন সেকথা। কোনও আপন জনের দেহ দাহ হতে দেখতে পারবেন না বলেই শেষ কৃত্যে উপস্থিত থাকবেন না তিনি।

English summary
Kunal Ghosh attacked BJP leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X