কাটমানিতেই আলুর দাম বৃদ্ধি! কবে দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ, জানালেন দিলীপ ঘোষ
একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসন তথা তৃণমূল কংগ্রেসকে (trinamool congress) আক্রমণ বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের(dilip ghosh)। এদিন তিনি দুপুরে সভা করেন শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। এদিন তিনি বলেন, এতদিন সংখ্যালঘুদের শুধুমাত্র ভোটার করে রাখা হয়েছিল।

আম্ফানের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলে থাকেন, কেন্দ্রীয় সরকার মে মাসে আম্ফানের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়নি। রাজ্যের ভাণ্ডার থেকেই করতে হয়েছে তাঁকে। যদিও প্রধানমন্ত্রীর সফরের পরে রাজ্য সরকারকে কেন্দ্রের তরফে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। বিজেপির অভিযোগ সেই টাকার কোনও হিসেব নেই। এদিন হলদিয়ার সভা থেকে সেই প্রসঙ্গ তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের টাকা কোথায় গেল। ক্ষতিপূরণের টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তিনি করেছেন।

পুরোহিত ভাতাতেও দলবাজি
এদিনের সভা থেকে দিলীপ ঘোষ বলেন, সংখ্যালঘুদের এতদিন শুধুমাত্র ভোটার করে রাখা হয়েছিল। পুরোহিত ভাতা নিয়ে তিনি দলবাজির অভিযোগ করেন। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল অফিসে বসে তৈরি করা হচ্ছে তালিকা। ফলে সেই তালিকায় তৃণমূল নেতাদের নাম ঢুকে যাচ্ছে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করার পরেই নদিয়া-সহ একাধিক জেলায় দেখা যায়, সেই তালিকায় নাম ঢুকে যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতাদের।

কাটমানিতেই আলুর দাম বৃদ্ধি
এদিকে আলুর দাম বৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য ছিল বেশ ঝাঁঝালো। এদিন তিনি বলেন, আলুর দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে কাটমানির সমস্যা। তাঁর অভিযোগ, তৃণমূল নেতাদের কাটমানি দিতেই আলুর দাম বৃদ্ধি করা হয়েছে। এদিন দিলীপ ঘোষের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তাহলে পেঁয়াজের দাম বৃদ্ধি কি বিজেপিকে কাটমানি দিতে। যদিও সেপ্রসঙ্গে কোনও উত্তর পাওয়া যায়নি।

দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ
এদিন দিলীপ ঘোষ, গুরুত্বপূর্ণ বার্তাও দেন। তিনি বলেন, একমাস পর থেকে দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ। দিলীপ ঘোষ অভিযোগ করেন, বিজেপিতে কেউ যোগ দিতে চাইলেই পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল করলে দুষ্কৃতীদের মাফ করে দেওয়া হচ্ছে।

রাজ্যে পরিবর্তনের ডাক
এদিন বিজেপির বিরুদ্ধে ওঠা বিভাজনের রাজনীতিকে খণ্ডন করেন। তিনি বলেছেন, বিজেপি কোনও বিভাজনের রাজনীতি করে না। তিনি দাবি করেন, মোদীর প্রকল্পে রাজ্যের সংখ্যালঘুরাও উপকৃত হয়েছেন। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন, মোদীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন করতে হবে।

বিজেপি ২০০-র বেশি আসন পাবে
রাজ্য সফরে অমিত শাহ কখনও বলেছিলেন দুই তৃতীয়াংশ , কখনও বলেছিলেন ২০০ আসন পাবে বিজেপি। এদিন হলদিয়ায় সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল দিলীপ ঘোষের গলায়। তিনি বলে, আগামী নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পেয়ে সরকার গঠন করবে।

অবৈধ ব্যবসায় হাত পড়তেই মুখ্যমন্ত্রীর হাহাকার! তৃণমূলকে 'বাঁধাকপি' বলে কটাক্ষ দিলীপ ঘোষের