For Quick Alerts
For Daily Alerts
গভীর রাতে কীর্তনের আসরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী! চাঞ্চল্য ঝাড়গ্রাম জুড়ে
ফের রাজনৈতিক উত্তেজনা মাথা চাড়া দিতে শুরু করেছে ঝাড়গ্রামে। শনিবার গভীর রাতে নিজের গ্রামে গুলিবিদ্ধ হলেন খগপতি মাহাত নামের এক বিজেপি কর্মী। ঝাড়গ্রামের জামবনীর বাঘুয়া গ্রামে খুব কাছ থেকে দুজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক বলে তাঁকে কলকাতা রেফার করা হয়। বাঘুয়া গ্রামে শনিবার চলে নাম সংকীর্তন আসর। রাতে সেখানে যাওয়ার সময় শান্তনু মাহাত নামের এক ব্যক্তি খগপতি মাহাতো র ওপর গুলি চালায় বলে অভিযোগ।কী কারণে এই গুলি চালানোর ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির জেলার সভাপতি সুখময় শতপথী বলেন , শান্তনু র বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।