For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরা এখন তাঁদের সঙ্গে! কারা তারা, খোলসা করলেন বিজেপি নেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সঙ্গী বুদ্ধিজীবীরা এখন ফের পরিবর্তনের দাবিতে এখন তাঁদের দলে ভিড়েছেন বলে দাবি বিজেপি নেতার

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সঙ্গী হয়েছিলেন যে সব বুদ্ধিজীবীরা। তাদের একাংশ ফের পরিবর্তনের দাবিতে বিজেপিতে ভিড়েছেন বলে দাবি। রবিবার শিলিগুড়ির এক বৈঠকে তা খোলসা করলেন বিজেপিরই এক নেতা। বিজেপি নেতা সায়ন্তন বসু বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনতে যাঁরা সঙ্গ দিয়েছিলেন, তাঁরা এখন বিজেপির সঙ্গে আছেন। সময় হলেই তাঁদের প্রকাশ্যা আনা হবে। জানতে পারবেন কারা তাঁরা।'

পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরা এখন তাঁদের সঙ্গে! কারা তারা, খোলসা করলেন বিজেপি নেতা

[আরও পড়ুন:বুথ কমিটিতে 'মুকুল' ফোটাতে কী অবস্থায় রাজ্য বিজেপি, কী বলছে নেতৃত্ব][আরও পড়ুন:বুথ কমিটিতে 'মুকুল' ফোটাতে কী অবস্থায় রাজ্য বিজেপি, কী বলছে নেতৃত্ব]

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, 'শিলিগুড়িতে তিনি দলীয় কাজে এসেছেন। বিজেপির বুদ্ধিজীবী সেলের সঙ্গে তিনি বৈঠকও করেছেন। এই বৈঠকে তৃণমূলপন্থী অনেক বুদ্ধিজীবী হাজির হয়েছিলেন। তাঁরা সিপিএমের অপশাসন থেকে মুক্তির জন্য একটা সময়ে তৃণমূলকে সঙ্গ দিয়েছিলেন, এখন বুঝেছেন এই পরিবর্তন তাঁরা চাননি। তাই তৃণমূল সঙ্গ ত্যাগ করে তাঁরা এখন বিজেপির সঙ্গে আসছেন।'

এদিন পাঁচ জেলার বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। গোপন বৈঠক সেরে তিনি সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'নতুন বছরে বুদ্ধিজীবী সেলের একটি সম্মেলনের আয়োজন করা হবে। সেই সম্মেলনেই বিজেপি প্রকাশ্যে আনবে, তাঁদের সঙ্গে পরিবর্তনপন্থী কোন কোন বুদ্ধিজীবী রয়েছেন।'

তাঁর কথায়,'শুধু উত্তরের জেলাগুলিই নয়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীমহলের সিংহভাগ এখন তাঁদের সঙ্গেই রয়েছেন। তাঁরা বুঝতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে চপশিল্প, চায়ের দোকানের শিল্প ছাড়া কিছুই দিতে পারবে না। অবশ্য ইতিমধ্যেই তৃণমূলের নেতা-কর্মীরা গ্রামে গ্রামে বোমাশিল্প ও তোলা শিল্প গড়ে তুলেছেন। তাই এই সরকারের পতন অবশ্যম্ভাবী।'এ প্রসঙ্গেই তাঁদের সঙ্গে বুদ্ধিজীবী মহল রয়েছে বলে দাবি বিজেপি নেতার।

উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কলকাতায় এলে বুদ্ধিজীবী মহলের সঙ্গে একপ্রস্থ বৈঠক করে গিয়েছিলেন। দলকে নির্দেশ দিয়েছিলেন, আসন্ন পঞ্চায়েতে গ্রামে গ্রামে বুদ্ধিজীবীদের একাংশকে প্রার্থী করতে। বিজেপির প্রার্থী তালিকায় সাহিত্যিক, কবি, শিক্ষক, চিকিৎসকদের বেশি করে রাখার পরামর্শ দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। সেই পরামর্শ মেনেই জেলায় জেলায় বুদ্ধীজীবী সেলের বৈঠক করছেন বিজেপি নেতারা।

[আরও পড়ুন:'চাটনি' থেকে 'চাটনিবাবু', বহু নামে বিভূষিত মুকুল এখন 'চাটনিদাদু'! কে দিলেন এই নাম][আরও পড়ুন:'চাটনি' থেকে 'চাটনিবাবু', বহু নামে বিভূষিত মুকুল এখন 'চাটনিদাদু'! কে দিলেন এই নাম]

English summary
BJP leader demands that intellectual person includes in BJP living Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X