For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাইস মিলে চাল ঢুকছে আর ধান হয়ে বেরোচ্ছে! 'অদ্ভুত ভেল্কিতে' খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রাহুল

রাইস মিলে চাল ঢুকছে আর ধান হয়ে বেরোচ্ছে! খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রাহুল

Google Oneindia Bengali News

রাজ্যে রেশনে ফের অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এবার সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি কটাক্ষ করে বলেন, অদ্ভুত ভেলকি দেখাচ্ছে তৃমমূল সরকার। তিনি বলেন, রাইস মিলে চাল ঢুকছে আর ধান হয়ে বেরোচ্ছে।

অদ্ভুত ভেলকি দেখাচ্ছে তৃণমূল সরকার

অদ্ভুত ভেলকি দেখাচ্ছে তৃণমূল সরকার

রাহুস সিনহার অভিযোগ এই রাজ্যে রেশন কেলেঙ্কারি কিছুতেই থামার নয়। চাল চুরি, চাল পরিবর্তন, রেশনে মানুষের হাহাকার, চরম বিক্ষোভ লাগাতার চলছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন রাইস মিলে চাল ঢোকার কথাও। তাঁর অভিযোগ অদ্ভুত ভেলকি দেখাচ্ছে তৃণমূল সরকার। তাঁর প্রশ্ন রাইস মিলে রাইস ঢুকছে ধান হয়ে বেরনোর জন্য।

কেন্দ্রের চাল পল্টে দেওয়া হচ্ছে

কেন্দ্রের চাল পল্টে দেওয়া হচ্ছে

রাহুল সিনহার অভিযোগ, কেন্দ্রের পাঠানো চাল বদলে, সেই বস্তায় অন্য চাল ভরে বিলিবন্টন করা হচ্ছে। রাহুল সিনহা দাবি করেন, কেন্দ্র থেকে যে চাল আসে, তা এফসিআই-এর অফিসাররা পরীক্ষা করে গোডাউনে ঢোকান। এফসিআই-এর গুদাম থেকে যখন চাল বেরোয়, তখন তা পরীক্ষা করে দেখে রাজ্যের প্রতিনিধি। তিনি বলেন, যদি দায়ী করা হয়, তাহলে রাজ্যের যিনি প্রতিনিধি থাকেন, তিনিই দায়ী হবেন।

অরাজকতা চালাচ্ছে খাদ্যমন্ত্রী ও তাঁর দফতর

অরাজকতা চালাচ্ছে খাদ্যমন্ত্রী ও তাঁর দফতর

রাহুল সিনহার অভিযোগ, খাদ্যমন্ত্রী ও তাঁর দফতর রাজ্যে অরাজকতা চালাচ্ছে। তাই এফসিআই-এর গুদামে রাজ্যের যে প্রতিনিধি থাকেন, তাঁর কিছুই করার নেই। রাহুল সিনহার অভিযোগ ভাল চালকে পাল্টাচ্ছে তৃণমূলের লোকেরা। তৃণমূলের লোকেবারই গরিব মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন রাহুল সিনহা।

খাদ্যমন্ত্রীর অপসারণের দাবি

খাদ্যমন্ত্রীর অপসারণের দাবি

রেশন ব্যবস্থা নিয়ে সিবিআই তদন্তের পাশাপাশি খাদ্যমন্ত্রীর পদ থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে অপসারণের দাবি করেছেন রাহুল সিনহা। নইলে রেশন ব্যবস্থার দুর্নীতি যাবে না। মানুষও খেয়ে পরে বাঁচতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি।

মাস্কে থাকবে কারেন্ট, দূরে রাখবে করোনা ভাইরাসকে! অত্যাধুনিক এই মাস্কের বিষয়ে জানুন বিস্তারিতমাস্কে থাকবে কারেন্ট, দূরে রাখবে করোনা ভাইরাসকে! অত্যাধুনিক এই মাস্কের বিষয়ে জানুন বিস্তারিত

English summary
BJP leader demands resignation of Food Minister Jyotipriyo Mallick. He also demands for CBI enquiry of rationing system of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X