For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশ হয়নি প্রার্থী তালিকা! ঘাটালে নিশ্চিত ভারতী

আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা না হলেও ঘাটাল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভারতী ঘোষের লড়াই প্রায় নিশ্চিত।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা না হলেও ঘাটাল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভারতী ঘোষের লড়াই প্রায় নিশ্চিত। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ যিনি গত মাসে বিজেপি তে যোগ দিয়েছেন তিনি লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী তথা দেবের বিরূদ্ধে। বিজেপি জেলা নেতা অরূপ দাস বলেছেন, তারা শুনেছেন, ঘাটাল কেন্দ্র থেকে আমাদের প্রার্থী ভারতী ঘোষ। তার যদি হয় তাহলে লড়াই হবে। আর তৃণমূল নেতাদের লড়তে গিয়ে ভাবতে হবে।

প্রতিপক্ষ ভারতী ঘোষ ধরেই আক্রমণ তৃণমূলের

প্রতিপক্ষ ভারতী ঘোষ ধরেই আক্রমণ তৃণমূলের

অন্যদিকে, এখনও ভারতী ঘোষের নাম ঘোষণা করা না হলেও তাকেই প্রতিপক্ষ ধরে নিয়ে আক্রমণ শানাচ্ছে তৃণমূল। তবে এখনই ভারতী ঘোষকে প্রকাশ্যে গুরুত্ব দিতে‌ নারাজ তারা। সঙ্গে কটাক্ষ, বাজারে শুনছি ওদের কে এক আলু পটল ভোটে দাঁড়াবেন।
তিনি অনেক দুরনীতির সঙ্গে, তোলাবাজির সাথে যুক্ত। চুরির মামলা থেকে রেহাই পেতে তিনি গেরূয়া শিবিরে যোগ দিয়েছেন। তার অত্যাচার কী মানুষ ভুলে যাবেন? কে দাঁড়াচ্ছে তা নিয়ে তারা ভাবছে না। তাদের প্রার্থী রেকর্ড ভোটে জয়ী হবেন।
আর বিজেপি বলেছে লড়াই করে তারা ঘাটাল কেন্দ্র জিতে নেবেন।

২০১৪-র সঙ্গে ২০১৯-এ তৃণমূল

২০১৪-র সঙ্গে ২০১৯-এ তৃণমূল

২০১৪ সালের লড়াইয়ে এই কেন্দ্রে ৬৮৫৬৯৬ ভোট পেয়ে ২৬০৮৯১ ভোটের ব্যবধানে জয়ী হন ‌দেব। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মহম্মদ আলম পান মাত্র ৯৪৮৪২ ভোট।
এই বার দেবের জয়ের ব্যবধান অন্তত সাড়ে তিন লাখ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। দেবের জয়ের ব্যাপারে তারা নিশ্চিত। তবে ভারতী ঘোষ প্রার্থী হলে লড়াই কিছুটা কঠিন হবে বলে মনে করছেন তারা।

[আরও পড়ুন: দেশবাসীকে শুভেচ্ছা! শহিদ জওয়ানদের স্মৃতিতে দোলে অংশ নিচ্ছেন না, জানালেন মমতা][আরও পড়ুন: দেশবাসীকে শুভেচ্ছা! শহিদ জওয়ানদের স্মৃতিতে দোলে অংশ নিচ্ছেন না, জানালেন মমতা]

পশ্চিম মেদিনীপুরে ভারতী ঘোষ

পশ্চিম মেদিনীপুরে ভারতী ঘোষ

এই জেলার পুলিশ সুপার হিসাবে দু দফায় প্রায় ৫ বছর কাজ করেছেন ভারতী ঘোষ। তাঁকে এখান থেকে বদলি করা হলে ২০১৬ সালের ডিসেম্বর মাসে চাকরি থেকে ইস্তফা দেন তিনি। তার পরেই দাসপুর থানার
সোনা বিষয়ক একটি মামলায় নাম জড়ায় তাঁর। নাম জড়ায় খড়্গপুর থানার আরেক মামলায়। তার বাড়ি তে তল্লাশি চালায় পুলিশ ও সিআইডি । দীর্ঘ দিন লুকিয়ে ছিলেন তিনি। ফেব্রুয়ারি মাসে দিল্লি তে বিজেপি তে
যোগ দেন তিনি। সম্প্রতি মেদিনীপুর জেলা আদালত থেকে জামিন পান তিনি।

পুলিশ সুপার হিসাবে কাজ করার সময় তিনি শাসক দল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি। পরে সেই সম্পর্কে ফাটল ধরে। সেই তিনিই লড়াই করতে চলেছেন পদ্ম ফুল প্রতীক নিয়ে।

বিজেপি নেতা ও অনেকেই মনে করছেন যে ভারতী ঘোষ শাসক দলের অনেক দুর্নীতির কথা জানেন। তা প্রচারে বলে দেবেন তিনি।

[আরও পড়ুন: সিকিম, অরুণাচলের ১৮টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি ][আরও পড়ুন: সিকিম, অরুণাচলের ১৮টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি ]

English summary
BJP Leader Bharati Ghosh started her campaign in Ghatal. She was ex IPS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X