For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বাসভঙ্গকারী মুখ্যমন্ত্রী মমতাকে উৎখাত করুক বাংলার জনতা, টুইটারে ডাক বাবুল সুপ্রিয়র

শ্চিমবঙ্গবাসীর নিজেদের উপকারের জন্যই উচিত গণতান্ত্রিকভাবে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া। এক টুইটার পোস্টে কার্যত এই মন্তব্যই করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গবাসীর নিজেদের উপকারের জন্যই উচিত গণতান্ত্রিকভাবে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া। এক টুইটার পোস্টে কার্যত এই মন্তব্যই করলেন বঙ্গ বিজেপির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যদিকে বিজেপির তরফে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তোলা হয়েছে।

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বাবুলের কটাক্ষ

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বাবুলের কটাক্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন বাবুল। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের এমন একজন ব্যক্তি রয়েছেন, যাঁকে গণতান্ত্রিকভাবে অপসারণ করা মানুষের অধিকারের মধ্যে পড়ে। যাঁরা পশ্চিমবঙ্গে বাস করেন, তাঁদের উপকারের জন্যই এক কাজ করা উচিত। তাঁদের বিশ্বাস নিয়ে বিশ্বাসঘাতকতা করা অপরাধ বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজ্য বিজেপির অভিযোগ

রাজ্য বিজেপির অভিযোগ

রাজ্য বিজেপির তরফে অভিযোগ করোনা নিয়ে তথ্য গোপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভেবে চিন্তেই মানুষের থেকে তথ্য লুকনোর অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। একইসঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দীর্ঘদিন তথ্য লুকনো যাবে না। আরও টেস্টের পাশাপাশি মৃত্যুর কারণ লিখতে চিকিৎসকদের স্বাধীনতারও দাবি তোলা হয়েছে।

দেশে এখন দিনে ১৮৬ হাজার পিপিই কিট তৈরি হচ্ছে

দেশে এখন দিনে ১৮৬ হাজার পিপিই কিট তৈরি হচ্ছে

টুইটে বাবুল বলেছেন, করোনা যোদ্ধাদের সুরক্ষা দেওয়া মোদী সরকারের বড় কর্তব্য। সেই কারণে পিপিই কিট তৈরিতে স্বনির্ভতা বাড়ানো হয়েছে। মার্চে যেখানে ৩৩০০ পিপিই কিট ছিল সেখানে এখন দিনে ১৮৬ হাজারের বেশি পিপিই কিট তৈরি হচ্ছে।

English summary
BJP leader Babul Supriyo indirectly claims resignation of Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X