যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের বিজেপি নেতা, চক্রান্তের অভিযোগ
ছেলের এক বান্ধবীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন ঝাড়গ্রাম এলাকার এক বিজেপি নেতা। চিন্ময় মন্ডল নামের এই বিজেপি নেতাকে গ্রেফতার করে বিনপুর থানার পুলিশ। মঙ্গলবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। তার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে যে সোমবার চিন্ময় মন্ডলের ছেলের জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে ছেলের কয়েকজন বন্ধু ও বান্ধবীকে নিমন্ত্রণ করা হয়।
অভিযোগ, সোমবার রাতে ওই কিশোরীকে বাড়িতে পৌঁছাতে গাড়ি করে নিয়ে যাওয়ার সময়ে অন্য একটি রাস্তায় নির্জন স্থানে চিন্ময় মন্ডল তাকে যৌন নির্যাতন করে। পরে পুলিশের কাছে একটি অভিযোগ জানানো হয়। পুলিশ জানায় যে অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে চিন্ময় মন্ডলকে।
চিন্ময় মন্ডল ঝাড়গ্রাম জেলার বিজেপি এসসিএসটি মোর্চার নেতা।
যদিও তার পরিবারের সদস্যরা ও জেলা বিজেপি নেতৃত্ব দাবি করেছেন যে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে এই বিজেপি নেতাকে।