বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বাঁকুড়ায় গ্রেফতার বিজেপি নেতা
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরণীর সঙ্গে সহবাস করার পরে ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতাকে। ওই তরুণীর আরও অভিযোগ যে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে । এই নিয়ে বাঁকুড়া জেলার শালতোড়া থানায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশ জানায় যে অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে এই বিজেপি নেতাকে । ধৃতের নাম অরূপ মন্ডল। তিনি বিজেপি দলের শালতোড়া এলাকার মন্ডল সভাপতি ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রও দাবি করেছেন যে বিজেপি র ওই নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে । যদিও দলীয় ভাবে অভিযোগ কতটা সত্য তার তদন্ত করে দেখা হবে বলেও জানান বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি।
জানা গিয়েছে যে ওই তরুণীর বাড়ি দুর্গাপুরের এ জোন এলাকায় । তার দাবি যে দুবছর ধরে তার সঙ্গে অরূপ মন্ডলের সম্পর্ক। এই সময়ের মধ্যে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েকবার সহবাস করেছে অরূপ। এখন তাকে বিয়ে করতে অস্বীকার করছে।
এমনকি এই নিয়ে কথা বলতে গেলে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওই তরুণীর। সোমবার বিকালে ওই তরুণী শালতোড়া থানায় এসে অরূপ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি ওই অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ বলেও জানান এই থানার এক আধিকারিক।