For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতেনাতে ‘ধরা’ পড়লেন রাজীব! সিবিআই যখন বেনাগাল, মুহূর্তে ভাইরাল ‘অনুপম’-কীর্তি

সারদা মামলায় সিবিআই নজরে থাকা আইপিএস রাজীব কুমারের খোঁজ নেই। সিবিআই চিরুণি তল্লাশি করেও রাজীব কুমারের নাগাল পায়নি। শেষপর্যন্ত রাজীব কুমারকে খুঁজে দিলেন সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা অনুপম হাজরা।

Google Oneindia Bengali News

সারদা মামলায় সিবিআই নজরে থাকা আইপিএস রাজীব কুমারের খোঁজ নেই। সিবিআই চিরুণি তল্লাশি করেও রাজীব কুমারের নাগাল পায়নি। শেষপর্যন্ত রাজীব কুমারকে খুঁজে দিলেন সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা অনুপম হাজরা। বিজেপি নেতারা যতই বলুন তিনি পিসি বা ভাইপোর বাড়িতে আছেন, অনুপম কিন্তু বলছেন অন্য কথা।

সারদা মামলায় সিবিআই নজরে থাকা আইপিএস রাজীব কুমারের খোঁজ নেই। সিবিআই চিরুণি তল্লাশি করেও রাজীব কুমারের নাগাল পায়নি। শেষপর্যন্ত রাজীব কুমারকে খুঁজে দিলেন সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা অনুপম হাজরা। বিজেপি নেতারা যতই বলুন তিনি পিসি বা ভাইপোর বাড়িতে আছেন, অনুপম কিন্তু বলছেন অন্য কথা।


কোথায় রাজীব? হাতেনাতে প্রমাণ
না, শুধু বলেই ক্ষান্ত থাকেননি অনুপম হাজরা। তিনি একেবারে প্রমাণ দেখিয়ে দিয়েছেন হাতেনাতে। সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশও করে দিয়েছেন তিনি। তাহলে কোথায় আছেন রাজীব? কেনই বা সিবিআই তাঁকে ধরছে না? অনুপমের পোস্টটা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে, রাজীবের বর্তমান গতিবিধি।

সশরীরের নয়, বইয়ের পাতায়
অনুপম যে ছবি দেখিয়েছেন, তাতে দেখা যাচ্ছে- রাজীব কুমার সশরীরের নয়, তিনি আছেন বইয়ের পাতায়। একটা সাধারণ জ্ঞানের বইতে পুলিশ হিসেবে রাজীব কুমারের ছবি দেওয়া হয়েছে। তা নিয়েই যত হইচই পড়ে গিয়েছে। চতুর্থ শ্রেণির সাধারণ জ্ঞানের বইতে ওই ছবি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

মুহূর্তে ভাইরাল 'অনুপম'-পোস্ট
ওই বইতে অন্যান্য পেশার সঙ্গে পুলিশের পেশার পার্থক্য বোঝাতে ওই ছবি ব্যবহার করা হয়েছে। বইতে রাজীব কুমারের ছবির মধ্যে গোল লাল দাগ করে তা পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়। ওই ছবির সত্যতা যাচাই করা হয়নি, কিন্তু ওই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।

প্রোফাইল পেজে পোস্ট অনুপমের
অনুপম হাজরা সোশাল মিডিয়ায় ওই ছবিটি নিজের প্রোফাইল পেজে পোস্ট করে লিখেছেন, একজন দুর্নীতিপরায়ন, পলাতক পুলিশ অফিসারকে কচিকাঁচাদের পাঠ্য বইয়ে স্থান দেওয়া হয়েছে। সরকার কীভাবে একজন পুলিশ অফিসারকে গুরুত্ব দেয়, সেই প্রশ্নই তুলে দিয়েছে এই বই ও এই ছবি।

কেন রাজীবের ছবি পাঠ্যপুস্তকে
ওই বইতে আবার রাজীব কুমারের ছবি দিয়ে লেখা হয়েছে- পুলিশরা সমাজকে বিভিন্ন দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করে। সাধারণ মানুষকে নিরাপদে রাখতে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। অনুপমের প্রশ্ন, এই লেখার সঙ্গে কেন একজন দুর্নীতি পরায়ন পুলিশ অফিসারের ছবি?

English summary
BJP leader Anupam Hazra finds out Rajeev Kumar and gives message. Rajeev Kumar has picturized on a book of class four, posts Anupam.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X