For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বেসুরো অনুপম হাজরা, অর্জুনের দলত্যাগ নিয়ে বিতর্কিত পোস্ট

ফের বেসুরো অনুপম হাজরা, অর্জুনের দলত্যাগ নিয়ে বিতর্কিত পোস্ট

Google Oneindia Bengali News

ফের বেসুরো অনুপম হাজরা। অর্জুন সিংয়ের দলত্যাগ নিয়ে বিতর্কিত পোস্ট করলেন বিজেপি সাংসদ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, 'কেউ দল ছেড়ে চলে েগলে ক্ষতি হবে না বলা ঠিক নয়। দলের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।' গতকাল অর্জুনের দলত্যাগের আগে বিতর্কিত পোস্ট করেছিলেন অনুপম হাজরা।

বেসুরো অনুপম হাজরা

বেসুরো অনুপম হাজরা

ফের বেসুরো বিজেপি সাংসদ অনুপম হাজরা। গতকালের পর আজ ফের অর্জুন সিংকে নিয়ে ফেসবুক বিতর্কিত পোস্ট করেছেন অনুপম। ফেসবুকে তিনি লিখেছেন, কেউ দল থেকে চলে গেলে কোনও ক্ষতি হবে না এটা বলা ঠিক নয়। দলের আত্মসমালোচনা জরুরি'। প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা ভোটের পর থেকেই দলের অন্দরের অবস্থা নিয়ে প্রকাশ্য মুখ খুলতে শুরু করেছিলেন অনুপম। বিশেষ করে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার পর আরও প্রকাশ্যে দলের সমালোচনা করেছিলেন তিনি। গতকালও অর্জুন সিংয়ের দলত্যাগের আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি। গতকাল তিনি অর্জুনের দলত্যাগের সিদ্ধান্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অনুপম হাজরা।

ফের প্রকাশ্যে দ্বন্দ্ব

ফের প্রকাশ্যে দ্বন্দ্ব

অর্জুনের দলত্যাগের পর আবারও বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে পড়েছে। বিধানসভা ভোটের পর থেকেই বিজেপির অন্দরে বিরোধ প্রকট হয়েছে। একের পর এক বিজেপি নেতা বিদ্রোহী হয়ে উঠেছিল। এই নিয়ে এক প্রকার দিলীপ বনাম সুকান্ত তরজা শুরু হয়ে গিয়েছিল। সকান্ত মজুমদারের নতৃত্ব নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। তাতে বেশ চাপে পড়েছিল বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি কার্যত দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে সুকান্ত লবি এবং দিলীপ লবি। এই দুইয়ের টানাপোড়েনের মাঝে জেরবার অবস্থা নেতাদের।

অর্জুনের দলত্যাগের পর জরুরি বৈঠক

অর্জুনের দলত্যাগের পর জরুরি বৈঠক

অর্জুন সিং গতকাল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন তার পরেই কোন পথে এগোবে সংগঠন এই নিয়ে জরুরি বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি। তাতে সুকান্ত মজুমদার যেমন রয়েছেন। সেই সঙ্গে রয়েছেন বঙ্গ বিজেপির একাধিক নেতারা। একের পর এক বিজেপি নেতার এই দল ছাড়া এবং পদ ছাড়ার সিদ্ধান্তে খারাপ প্রভাব পড়ছে সংগঠনে। অমিত শাহের বঙ্গ সফরের পরেও যে সেই জটিলতা মেটেনি তা অর্জুনের তৃণমূলে ফেরার ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। এবার কোন পথে চলবে দল এই নিয়ে চলছে জল্পনা।

একাধিক নেতা বেসুরো

একাধিক নেতা বেসুরো

অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফেরার পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে এবার দল বদলের পথে কোন নেতা। কারণ জেলায় জেলায় একাধিক বিজেপি নেতা বিদ্রোহী হয়ে উঠেছেন। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই বেসুরো হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসেন। তারপরেই তৃণমূলে ফেরেন অর্জুন সিং। একুশের ভোটের আগে যাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গিয়েছিল। তারপরেও কেন তিনি বিদ্রোহী হয়ে উঠলেন তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে।

তৃণমূলে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন অর্জুন! পেতে পারেন শ্রমিক সংগঠনের শীর্ষ পদও তৃণমূলে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন অর্জুন! পেতে পারেন শ্রমিক সংগঠনের শীর্ষ পদও

English summary
Anupam Hajra post on Arjun Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X