For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী মমতাই পথ দেখালেন! ‘দিদিকে বলো’র অনুকরণে বিজেপির দাওয়াই ‘মন মে বাপু’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে ভরাডুবির পর বাংলায় কামব্যাক করতে ‘দিদিকে বলো’ অভিযানের মাধ্যমে জনসংযোগকেই হাতিয়ার করেছেন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে এসে আরএসএস প্রধান বলে গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস তো কামব্যাকের জন্য নতুন কর্মসূচি নিয়েছে, বিজেপি ৪০ শতাংশ ভোট ধরে রাখার জন্য কী অবস্থান নিয়েছে, কী তাদের কর্মসূচি। যুতসই উত্তর দিতে পারেননি দিলীপ ঘোষরা। তবে তা নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব ভেবেছে। তাই বিজেপি এবার নতুন অভিযান শুরু করছে 'মন মে বাপু'।

মমতার ‘দিদিকে বলো’ই পথ প্রদর্শক!

মমতার ‘দিদিকে বলো’ই পথ প্রদর্শক!

তবে কাকতালীয় হলে সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো জনসংযোগকেই হাতিয়ার করতে চলেছে বিজেপি। তাতে অবেকের মনে হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপির এই অভিযানের পথ প্রদর্শক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে ভরাডুবির পর বাংলায় কামব্যাক করতে ‘দিদিকে বলো' অভিযান শুরু করেছেন, বিজেপি শুরু করতে চলেছে ‘মন মে বাপু'।

জনসংযোগই মূল হাতিয়ার

জনসংযোগই মূল হাতিয়ার

মোট কথা জনসংযোগই মূল চাবিকাঠি। জনসংযোগই মূল হাতিয়ার। এবার বিজেপিও তাই কালবিল্মব না করে নেমে পড়তে চাইছে জনসংযোগে। মমতা যেমন তাঁর দলের প্রতিনিধিদের এলাকায় গিয়ে মানুশের পাশে দাঁড়ানোর পাশাপাশি কর্মী বা সমর্থকদের বাড়িতে রাত কাটানোর পরামর্শ দিয়েছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি দিয়েছেন হাঁটার বার্তা।

অভিযানের নাম ‘মন মে বাপু’

অভিযানের নাম ‘মন মে বাপু’

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ভিডিও কনফারেন্স করে রাজ্য নেতৃত্বের কাছে বার্তা দিয়েছেন হাঁটাকেই পাথেয় করে এগোতে। সারা ভারতব্যাপী জনসংযোগের এই দাওয়াই দিয়েছেন অমিত শাহ। আর জনসংযোগের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মন মে বাপু'।

৫ থেকে ১৫ কিমি হাঁটুন

৫ থেকে ১৫ কিমি হাঁটুন

এই কর্মসূচিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ পাঠানো দেওয়া হয়েছে, প্রত্যেক সাংসদ, বিধায়ক, নেতা-কর্মীদের হাঁটতে হবে। নিজের নিজের এলাকায় অন্তত ৫ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হাঁটতেই হবে। এমনই নির্দেশ এসেছে দলের সর্বভারতীয় সভাপতির কাছ থেকে।

হাঁটতে হাঁটতেই জনসংযোগ, প্রচার

হাঁটতে হাঁটতেই জনসংযোগ, প্রচার

আর এই হাঁটা পথেই করতে হবে জনসংযোগ। এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তাঁদের পাসে থাকার বার্তা দিতে হবে। তাঁদের সমস্যার কথা বলতে হবে। গান্ধী জয়ন্তী অর্থাৎ ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিজেপির এই অভিযান। এই জনসংযোগ যাত্রা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মূল কর্মসূচি পালিত হবে ৩১ অক্টোবর।

‘মন মে বাপু’ যাত্রার সূচনা মোদীর

‘মন মে বাপু’ যাত্রার সূচনা মোদীর

ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করবেন এই ‘মন মে বাপু' যাত্রার। নয়াদিল্লিতে এই অনুষ্ঠান হবে। তারপরই কেন্দ্রীয়ভাবে প্রচার শুরু হবে। তবে তার আগে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন থেকেই কর্মসূচি শুরু হয়ে যাবে।

[ভুল করছে পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাজনাথ][ভুল করছে পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাজনাথ]

[আরও ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত, ২০২০-তে হবে পাকা কথা][আরও ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত, ২০২০-তে হবে পাকা কথা]

English summary
BJP is now way of Mamata Banerjee’s ‘Didike Bolo’ to do public relation. BJP will start shortly ‘Man me Bapu’ all over India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X