For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাটপাড়ার পর এবার টার্গেটে দার্জিলিং পুরসভা! শুধু সময়ের অপেক্ষা, বলছে বিজেপি

ভাটপাড়া পুরসভা দখলের পর এবার বিজেপির টার্গেটে দার্জিলিং পুরসভা। ওই পুরসভায় আসন সংখ্যা ৩২। সূত্রের খবর অনুযায়ী, পাহাড়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত ১৭ জন কাউন্সিলরকে নিয়ে দিল্লি গিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

ভাটপাড়া পুরসভা দখলের পর এবার বিজেপির টার্গেটে এবার দার্জিলিং পুরসভা। ওই পুরসভায় আসন সংখ্যা ৩২। সূত্রের খবর অনুযায়ী, পাহাড়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত ১৭ জন কাউন্সিলরকে নিয়ে দিল্লি গিয়েছেন। সেখানে ওই কাউন্সিলররা বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এই পুরসভা বর্তমানে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর দখলে।

২০১৭-র ভোটের ফল

২০১৭-র ভোটের ফল

২০১৭ সালের পুরসভা নির্বাচনে পাহাড়ের ৩২ টি আসনের মধ্যে ৩১ টি আসন দখল করেছিল গুরুংপন্থীরা। একটি পেয়েছিল তৃণমূল। পরে সেই কাউন্সিলরও মোর্চায় যোগ
দেন। এরপর ২০১৭-র জুনে দার্জিলিং-এর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় থেকে পাহাড় থেকে নিরুদ্দেশ রোশন গিরি, বিমল গুরুংরা। তারপর থেকে ক্ষমতা রাশ
চলে যায় বিনয় তামাং-এর হাতে।

পুরসভার বর্তমান পরিস্থিতি

পুরসভার বর্তমান পরিস্থিতি

২৩ মে-র ফল বেরনোর পর দেখা যায় দার্জিলিং লোকসভা বিজেপির দখলে চলে যায়। সমতলের পাশাপাশি পাহাড়ের বিপুল ভোট পায় বিজেপি। এরপর গত ২৯-এ মে দার্জিলিং পুরসভায় অনাস্থা আনে ১৮ জন কাউন্সিলর। পুরপ্রধান প্রতিভা রাইকে চিঠি দিয়ে কাউন্সিলররা জানান, চলতি বিনয় তামাং-এর নেতৃত্বাধীন বোর্ডের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন তাঁরা। দ্রুত বৈঠক ডাকার জন্য আবেদনও জানানো হয়। সেই থেকেই অচলাবস্থা তৈরি হয়েছে।

[আরও পড়ুন: 'জো হমসে টকরায়গা ওহ চুর চুর হো জায়গা'! রেড রোডের মঞ্চ থেকে গর্জন মমতার][আরও পড়ুন: 'জো হমসে টকরায়গা ওহ চুর চুর হো জায়গা'! রেড রোডের মঞ্চ থেকে গর্জন মমতার]

 একাধিক পুরসভায় কাউন্সিলররা বিজেপির পথে

একাধিক পুরসভায় কাউন্সিলররা বিজেপির পথে

ভাটপাড়ায় ইতিমধ্যেই পুরপ্রধান পদে নির্বাচিত হয়েছেন বিজেপির সৌরভ সিং। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর ছাড়াও উত্তর ২৪ পরগনার নৈহাটি, কাঁচড়াপাড়া, হালিসহরের
সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরা যোগ দিয়েছেন বিজেপিতে। তবে সরকারি পর্যায়ে এই পুরসভাগুলি দখলে বিজেপির পক্ষে কোনও সিলমোহর এখনও পড়েনি।

[আরও পড়ুন:মোদীর সাফল্যে সিলমোহর বিশ্বব্যাঙ্কের, চলতি আর্থিকবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ৭.২ শতাংশ][আরও পড়ুন:মোদীর সাফল্যে সিলমোহর বিশ্বব্যাঙ্কের, চলতি আর্থিকবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ৭.২ শতাংশ]

English summary
BJP is going to capture Darjeeling Municipality after Bhatpara. Bhatpara is such municipality, that BJPcaptured from TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X