For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলের আগেই ‘বদল’ মমতার রাজ্যে, পঞ্চায়েতে জিতেই গৈরিকীকরণের বার্তা বিজেপির

এখনও পরিবর্তন আসেনি। সবেমাত্র কয়েকটি গ্রাম পঞ্চায়েত আর কয়েকটা পঞ্চায়েত সমিতি জিতেছে বিজেপি। আর এই জয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পঞ্চায়েত গেরুয়া রঙে রাঙিয়ে দিতে চাইছে বিজেপি নেতৃত্ব।

Google Oneindia Bengali News

এখনও পরিবর্তন আসেনি। সবেমাত্র কয়েকটি গ্রাম পঞ্চায়েত আর কয়েকটা পঞ্চায়েত সমিতি জিতেছে বিজেপি। আর এই জয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পঞ্চায়েত গেরুয়া রঙে রাঙিয়ে দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। যে পঞ্চায়েতগুলি বিজেপি জিতেছে, সেই পঞ্চায়েত গুলিতে রং বদলের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্য নেতৃত্বও।

বদলের আগেই ‘বদল’ মমতার রাজ্যে, পঞ্চায়েতে জিতেই গৈরিকীকরণের বার্তা বিজেপির

জেলা নেতৃত্ব থেকেই এই প্রস্তাব দেওয়া হয়। আর গৈরিক রক্ষে রাঙানোর প্রস্তাব পেয়ে রাজ্য নেতৃত্বও আহ্লাদিত। রাজ্য নেতৃত্বও এই মর্মে সবুজ সংকেত দিয়েছে জেলা কমিটিকে। সেইমতো বিজেপির জেতা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গেরুয়া রঙে রেঙে উঠতে চলেছে। নতুন বোর্ড গঠনের পরই বিজেপির কাজ হবে পঞ্চায়েতের রং পরিবর্তন করা।

[আরও পড়ুন: লোকসভায় 'টার্গেট-২২' বিজেপির! প্রত্যয়ী দিলীপ 'ব্লু-প্রিন্ট' পাঠালেন কেন্দ্রীয় সভাপতিকে][আরও পড়ুন: লোকসভায় 'টার্গেট-২২' বিজেপির! প্রত্যয়ী দিলীপ 'ব্লু-প্রিন্ট' পাঠালেন কেন্দ্রীয় সভাপতিকে]

এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গতবারের তুলনায় দশগুণ বেশি সাফল্য পেয়েছে। ৫৭৪০টি গ্রাম পঞ্চায়েতের আসনে জিতেছে বিজেপি, পঞ্চায়েত সমিতিরও ৭৬২টি আসনে জয়ী হয়েছে তারা। এবং জেলা পরিষদের ২২টি আসন পেয়েছে। সব মিলিয়ে সাড়ে ছ-হাজার আসনে জয়ী হয়েছে তারা। বিজেপি এবার ২০২টি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে এবং পঞ্চায়েত সমিতি জিতেছে ১০টি। বিজেপির এই নয়া সিদ্ধান্দ অনুযায়ী, ২১২টি প্রতিষ্ঠান গেরুয়া রঙে রেঙে উঠতে চলেছে।

বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জেলা কমিটিগুলি যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে রাজ্যের কোনও আপত্তি নেই। গ্রাম পঞ্চায়েত বা সমিতির প্রতিনিধিরা যদি মনে করেন গেরুয়া রং করবেন, করতেই পারেন। রাজ্য সরকার যদি অসহযোগিতা করে অর্থ বরাদ্দ না করে, নিজেরা করতে চান, তাও করতে পারেন। রাজ্য নেতৃত্ব এ ব্যাপারে কোনও বাধা দেবে না।

English summary
BJP is going to change the colour of Panchayat Office which panchayats have been won by party in Panchayat Election of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X