For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে মুকুল-যোগ এখন ‘হিমাচলে বন্দি’! ঠিক কী চাইছেন মোদী-শাহরা

কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবার বাজিমাত করতে চাইছেন মোদী-অমিত শাহরা। এমতাবস্থায় যদি মুকুল রায়কে দলে নেওয়া হয়, তাঁদের সেই ইস্যু ভোঁতা হয়ে যেতে পারে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি কি ভয় পাচ্ছে মুকুল রায়কে দলে নিতে? মুকুল রায়ের বিজেপিতে যোগদান নিয়ে যত কালবিলম্ব হচ্ছে, ততই এই জল্পনা পেয়ে বসেছে রাজনৈতিক মহলে। মুকুলের দুর্নীতি নিয়ে পদ্মশিবির যে আতঙ্কিত, তা ফের প্রকট হয়ে উঠল। তার কারণ হিমাচলের নির্বাচন। হিমাচলে নির্বাচনের আগে কোনওমতেই মুকুল রায়কে দলে নিতে আগ্রহী নয় বিজেপি।

বিজেপিতে মুকুল-যোগ এখন ‘হিমাচলে বন্দি’! ঠিক কী চাইছেন মোদী-শাহরা

এবার হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির মূল ইস্যু দুর্নীতি। কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবার বাজিমাত করতে চাইছেন মোদী-অমিত শাহরা। এমতাবস্থায় যদি মুকুল রায়কে দলে নেওয়া হয়, তাঁদের সেই ইস্যু ভোঁতা হয়ে যেতে পারে। কেননা মুকুল রায় তো শুধু বাংলার নেতা নন, জাতীয় রাজনীতিতেও তিনি বিশেষ পরিচিত মুখ।

বিজেপি মনে করছে, মুকুল রায়কে দলে নিলে শুধু রাজ্যের তৃণমূল কংগ্রেস নয়, দিল্লির জাতীয় কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে সরব হতে পারে দুর্নীতির প্রশ্নে। কিন্তু কংগ্রেসকে কোনওমতেই সেই সুযোগ দিতে রাজি নয় বিজেপি। তাই মুকুল রায়ের যোগদানের বিষয়টি আপাতত ঝুলিয়ে রাখতে চাইছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা।

হিমাচল প্রদেশে এবার নির্বাচন হচ্ছে ৯ নভেম্বর। তাই ৯ নভেম্বরের আগে মুকুল রায়ের বিজেপিতে যোগদানের কোনও সম্ভাবনা নেই। হিমাচল প্রদেশের ভোট মিটলে, তবেই মুকুল রায়কে দলে নিতে চাইচে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার মধ্যে রাজ্য বিজেপির সমস্ত গোষ্ঠীকেই রাজি করিয়ে ফেলতে চাইছেন কৈলাশ বিজয়বর্গীরা।

শাসকের দুর্নীতি যখন হিমাচলে বিজেপি-র হাতিয়ার, তখন মুকুল রায়কে তাঁরা এই মুহূর্তে দলে নিলে উল্টো প্রচার হতে পারে বলে আশঙ্কা রয়েছে। হিমাচলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের বিরুদ্ধে যেমন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার বিষয়টি তারা প্রচারে তুলছে, মুকুলকে দলে নিলে দুর্নীতিতে মুকুল রায়ের বিরুদ্ধে সিবিাইয়ের এফআইআর কররা বিষয়টি পাল্টা তুলতে পারে কংগ্রেস। তখন ভোঁতা হয়ে যেতে পারে বিজেপির রণকৌশল।

উল্লেখ্য, ইতিমধ্যে সারদায় অভিযুক্ত মুকুল রায়কে জেরা করেছে সিবিআই। নারদে সিবিআই এফআইআর করেছে, জেরাও করেছে। আবার ইডিও তলব করছে তাঁকে। এমতাবস্থায় বিজেপি সাহস দেখাতে পারছে না মুকুল রায়ের ব্যাপারে। এই পরিস্থিতিতে আগামী ১০ নভেম্বর মুকুল রায়কে ধর্মতলায় শহিদ মিনারের সভাতেই যোগদান করানো হতে পারে। তবে এ ব্যাপারে স্পিকটি নট বিজেপি। এখন চূড়ান্তও নয় বিষয়টি।

English summary
BJP is facing a problem with Mukul Roy on corruption issue. Mukul Roy can join Bjp after Himachal election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X