For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের সমান হল বিজেপি, পদ্মপাতায় শিশির পতনের সঙ্গে সঙ্গেই নয়া সমীকরণ

তৃণমূলের সমান হল বিজেপি, পদ্মপাতায় শিশির পতনের সঙ্গে সঙ্গেই নয়া সমীকরণ

Google Oneindia Bengali News

শুভেন্দুর কথা মেনে অবশেষে বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২৬ বছরের সম্পর্ক ছিন্ন করে তিনি শুভেন্দুর প্রতি আস্থা প্রদর্শন করলেন। ৮২ বছর বয়সে দলবদল করে তিনি একুশের নির্বাচনের আগে নিজের অবস্থা পরিষ্কার করে দিলেন। সেইসঙ্গে বিজেপিরও তৃণমূলের সমান হবার স্বপ্নপূরণ হতে হল।

শিশির অধিকারীর যোগদানে বিজেপি তৃণমূলের সমান

শিশির অধিকারীর যোগদানে বিজেপি তৃণমূলের সমান

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসনে জয়লাভ করেছিল। তৃণমূল পেয়েছিল ২২টি আসন। কিন্তু একুশের আগে দলবদলের হিড়িকে তৃণমূল সংসদ সুনীল মণ্ডল শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফলস্বরূপ তৃণমূল কমে দাঁড়িয়েছিল ২১ আর বিজেপি ১৯। এবার কাঁথির তৃণমূল সাংসদ শুভেন্দুর পিতৃদেব শিশির অধিকারী বিজেপিতে যোগদান করায় তৃণমূলের সমান হল তারা।

তৃণমূল কমে ২০ এবং বিজেপি বেড়ে ২০

তৃণমূল কমে ২০ এবং বিজেপি বেড়ে ২০

বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে তৃণমূল কমে ২০ এবং বিজেপি বেড়ে ২০। বাকি দুজন কংগ্রেসের। এই অবস্থায় তৃণমূকে টেক্কা দিতেও পারে বিজেপি। অধিকারী পরিবারের আর একজন শুধু বাকি রয়েছেন। একুশের নির্বাচনের আগে তিনিও বিজেপিতে পাড়ি দেবেন। তাহলে তৃণমূল কংগ্রেসের আসনসংখ্যা কমে যাবে বিজেপির থেকে।

তৃণমূলকে ধরে ফেলল বিজেপি, ঘুচে গেল ব্যবধান

তৃণমূলকে ধরে ফেলল বিজেপি, ঘুচে গেল ব্যবধান

রবিবার এগরায় অমিত শাহের সভায় যোগ দিচ্ছেন শিশির অধিকারী। শুভেন্দু বলার পরই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। সেইমতোই শান্তিকু়ঞ্জ থেকে শিশির অধিকারী এগরার সভায় উপস্থিত থাকছেন। এরপর ২৪ মার্চ মোদীর সভাতেও উপস্থিত থাকবেন শিশির অধিকারী। তিনি অমিত শাহের হাত থেকে পতাকা নেওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলকে ধরে ফেলল বিজেপি। ঘুচে যাবে ব্যবধান।

মমতার দলকে টেক্কা দিতেও সমর্থ হবে বিজেপি

মমতার দলকে টেক্কা দিতেও সমর্থ হবে বিজেপি

রাজ্যের যুযুধান দুই প্রতিপক্ষের মধ্যে একুশের নির্বাচন শুরুর আগে কোনও ফারাক থাকল না। উভয়েই সমান-সমান 'শক্তি' নিয়ে একুশের নির্বাচনে লড়বেন। এরপর দিব্যেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে ভারে মমতার দলকে টেক্কা দিতেও সমর্থ হবে বিজেপি। অন্তত বিজেপি নেতারা বলতে পারবেন বাংলা থেকে তাঁদের সাংসদ সংখ্যাই এখন বেশি।

অভিষেকের চ্যালেঞ্জে আজ শুভেন্দুর আরও এক 'জবাব' দেওয়ার দিন! অমিতের সভায় রওনার আগে শিশির দিলেন কোন বার্তাঅভিষেকের চ্যালেঞ্জে আজ শুভেন্দুর আরও এক 'জবাব' দেওয়ার দিন! অমিতের সভায় রওনার আগে শিশির দিলেন কোন বার্তা

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
BJP is equalized with TMC after joining Sisir Adhikari before West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X