For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু অধিকারীকে নিয়ে দু-ভাগ বিজেপিও! একুশের আগে দলবদলের তরজা তুঙ্গে

শুভেন্দু অধিকারীকে নিয়ে শুধু তৃণমূল নয়, বিজেপিও দু-ভাগ হয়ে গিয়েছে। শুভেন্দুকে বিজেপি নেতৃত্ব স্বাগত জানাবে দলে নাকি শুভেন্দুকে কোনও গুরুত্ব দেওয়া হবে না, তা নিয়েই বিজেপি আড়াআড়ি দুভাগ।

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীকে নিয়ে শুধু তৃণমূল নয়, বিজেপিও দু-ভাগ হয়ে গিয়েছে। শুভেন্দুকে বিজেপি নেতৃত্ব স্বাগত জানাবে দলে নাকি শুভেন্দুকে কোনও গুরুত্ব দেওয়া হবে না, তা নিয়েই বিজেপি আড়াআড়ি দুভাগ। দেখতে গেলে পুরো মেদিনীপুরই দুভাগ শুভেন্দুকে নিয়ে। শুভেন্দুবাবুর যোগদান বিজেপির একাংশ মেনে নিতে প্রস্তুত নয়।

যদি শুভেন্দু শেষপর্যন্ত বিজেপিতে যোগদান করেন

যদি শুভেন্দু শেষপর্যন্ত বিজেপিতে যোগদান করেন

তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সবথেক জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে কোনও দ্বিমত নেই। এমন জনপ্রিয় নেতাকে যদি বিজেপি ভাঙিয়ে নিতে পারে তবে বিজেপিরই লাভ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি অনেকটা এগিয়ে থাকবে, যদি শুভেন্দু শেষপর্যন্ত বিজেপিতে যোগদান করেন।

শুভেন্দু না আসতে চাইলেও কোনও সমস্যা নেই

শুভেন্দু না আসতে চাইলেও কোনও সমস্যা নেই

কিন্তু বিজেপির একটা বড় অংশ শুভেন্দুর বিরোধিতা এখন থেকে শুরু করে দিয়েছে। কার্যত দ্বিধাবিভক্ত বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি কার্যত বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুকে তাঁদের কোনও দরকার নেই। তিনি বড় নেতা ঠিকই, কিন্তু তিনি আসতে চাইলে আমরা তাঁকে স্বাগত জানাব। কারণ আমাদের মন বড়, আমাদের দরজাও বড়। আর না আসতে চাইলেও কোনও সমস্যা নেই।

শুভেন্দুর জন্য অপেক্ষা করে বসে নেই বিজেপি

শুভেন্দুর জন্য অপেক্ষা করে বসে নেই বিজেপি

তাঁর যুক্তি, ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা ১৮টি আসনে জিতেছি। তখন আমাদের সঙ্গে শুভেন্দু অধিকারী ছিলেন না। কাজেই তিনি এলেন কি গেলেন, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। আমরা আমাদের শক্তি দিয়ে লড়তে পারব। তার জন্য অপেক্ষা করে বসে নেই বিজেপি। প্রকারান্তরে শুভেন্দুকে আহ্বান জানিয়েও নির্লিপ্ত থাকলেন বিজেপির জেলা সভাপতি।

শুভেন্দু এলে ভারী হবে দল, বলছেন বিজেপি নেত্রী

শুভেন্দু এলে ভারী হবে দল, বলছেন বিজেপি নেত্রী

তবে শুভেন্দু অধিকারীকে আবার দলে পেতে আগ্রহী ঘাটাল বিজেপির সভাপনেত্রী অন্তরা ভট্টাচার্য। তিনি মনে করেন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দল বৃদ্ধি হবে। তাঁর মতো বড় নেতা আসা মানে অনেক নেতা-নেত্রী, কর্মী-সমর্থক আসবেন বিজেপিতে, আরও ভারী হবে দল। তিনি এলে আমাদের কোনও সমস্যা নেই।

শুভেন্দু এলে তৃণমূলের পক্ষে আটকানো অসম্ভব

শুভেন্দু এলে তৃণমূলের পক্ষে আটকানো অসম্ভব

তাঁর ব্যাখ্যা, তৃণমূলে দু-জন প্রধান, জনপ্রিয়ও। একজন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অপর জন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এলে তৃণমূল ভেঙে যাবে, আবার আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। তখন তৃণমূলের পক্ষে তাঁকে আটকানো সম্ভব হবে না। কেননা শুভেন্দু এলে তাঁর সঙ্গে অনেক জনপ্রতিনিধি চলে আসবে।

English summary
BJP is divided in two about Subhendu Adhikari’s party change speculation before 2021 election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X