For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুকে ‘ডিলিট’ তৃণমূল! শক্তিধর বিজেপির বিরুদ্ধে ‘সোশ্যাল-ওয়ার’ লোকসভার আগে

ফেসবুক থেকে তৃণমূলের দুটি দলীয় সমর্থকদের গ্রুপ ডিলিট করে দেওয়ার অভিযোগ উঠল এবার। অভিযোগের তির সেই বিজেপি দিকে।

Google Oneindia Bengali News

ফেসবুক থেকে তৃণমূলের দুটি দলীয় সমর্থকদের গ্রুপ ডিলিট করে দেওয়ার অভিযোগ উঠল এবার। অভিযোগের তির সেই বিজেপি দিকে। তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া ইনচার্জ দীপ্তাংশু চৌধুরী নিজে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূল নেতা।

ফেসবুকে ‘ডিলিট’ তৃণমূল! শক্তিধর বিজেপির বিরুদ্ধে ‘সোশ্যাল-ওয়ার’ লোকসভার আগে

তৃণমূল নেতার অভিযোগ, বিজেপি প্রভাব খাটিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে দিয়ে এই কাজ করিয়েছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ দিল্লিতে ভারতের ফেসবুক হেড কোয়ার্টারে জানিয়েছে তৃণমূল। তৃণমূলের এই অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে।

তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দীপ্তেন্দু চৌধুরী জানান, ফেসবুক থেকে তৃণমূলের দুটি গ্রুপ টিএমসিএস ও টিসিসিএফ ডিলিট করে দেওয়া হয়েছে। এই দুটি গ্রুপের প্রত্যেকটিতে আড়াই লক্ষের বেশি করে সদস্য ছিল। এখন দুটি গ্রুপ চালু না করা হলে তৃণমূল আইনি সাহায্য নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

[আরও প়ড়ুন: মুকুল এবার অস্ত্র পেয়েছেন যুদ্ধের! লোকসভার আগেই মমতাকে মাত দিতে ছুটলেন দিল্লি][আরও প়ড়ুন: মুকুল এবার অস্ত্র পেয়েছেন যুদ্ধের! লোকসভার আগেই মমতাকে মাত দিতে ছুটলেন দিল্লি]

এবার নির্বাচনে সোশাল মিডিয়াকে প্রচারের অন্যতম মাধ্যম করেছে সমস্ত রাজনৈতিক দলই। এ ব্যাপারে সবথেকে অগ্রগণ্য ভূমিকায় রয়েছে বিজেপি। অন্যান্য সমস্ত রাজনৈতিক দল থেকে বিজেপি এ ব্যাপারে শত যোজন এগিয়ে। ২০১৪ সালেই সোশাল মিডিয়াকে হাতিয়ার করে তাঁরা প্রভূত সাফল্য পেয়েছে।

[আরও পড়ুন:সাড়ে ৩ লক্ষ কোটি ছাড় দিয়ে কাদের পাহারাদার হলেন মোদী! নির্বাচনী জনসভায় প্রশ্ন রাহুলের][আরও পড়ুন:সাড়ে ৩ লক্ষ কোটি ছাড় দিয়ে কাদের পাহারাদার হলেন মোদী! নির্বাচনী জনসভায় প্রশ্ন রাহুলের]

এবারও একই লক্ষ্যে এগিয়ে চলেছে বিজেপি। কিন্তু বিজেপির এই অস্ত্রেই ঘায়েল করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। তৃণমূলও রাজ্যে সাফল্যের শিখরে পৌঁছতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগোচ্ছে। এরই মধ্যে দুটি গ্রুপকে ডিলিট করে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনা প্রমাণ করল এবার রাজনৈতিক কোন্দলে হাত পড়ল সোশ্যাল মিডিয়ার গ্রুপেও।

[আরও পড়ুন: মমতাকে এবার স্ট্রেট ব্যাটে মুকুল! জানালেন তৃণমূলের কতজন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন ][আরও পড়ুন: মমতাকে এবার স্ট্রেট ব্যাটে মুকুল! জানালেন তৃণমূলের কতজন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন ]

English summary
BJP is alleged to delete the supporters group of TMC. TMC complains against BJP in Facebook head quarter of Delhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X