For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি কত আসন পাবে বাংলায়, তৃণমূল কংগ্রেসই বা কত! বাজির দর চড়েছে সাট্টা বাজারে

আর এক রাত, তারপরেই স্থির হয়ে যাবে আগামী পাঁচ বছর দিল্লির মসনদে কে বসবেন। ভারতের নিয়ন্তা কে হবেন তা স্থির করে দিয়েছেন দেশবাসী, এবার অপেক্ষা শুধু সেই ফল জানার।

Google Oneindia Bengali News

আর কিছুটা সময়, তারপরেই স্থির হয়ে যাবে আগামী পাঁচ বছর দিল্লির মসনদে কে বসবেন। ভারতের নিয়ন্তা কে হবেন তা স্থির করে দিয়েছেন দেশবাসী, এবার অপেক্ষা শুধু সেই ফল জানার। যদিও এক্সিট পোল তার মত জানিয়েছে, তবু চূড়ান্ত ফলের লক্ষ্যে তাকিয়ে গোটা দেশ। কলকাতার সাট্টাবাজারেও জমজমাট বাজি ধরার প্রতিযোগিতা।

বিজেপির কত আসন বাংলায়, তৃণমূলই বা কত! চড়ছে বাজি

বিজেপি, তৃণমূল, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীদের জন্য আলাদা আলাদা দর হাঁকছে সাট্টা কারবারীরা। তার ভিত্তিতেই চলছে বাজি ধরা। কে কাকে টেক্কা দেবে, কার পাল হাওয়া, কে জিতবে কোন আসন, তার উপর চলছে বাজি। সাট্টা বাজারেও সবাইকে চমক দিচ্ছেন নরেন্দ্র মোদী।

মোট কথা, এবার কলকাতার সাট্টাবাজারেও উঠেছে গেরুয়া ঝড়। বাংলায় বিজেপি কতগুলি আসন পাবে তার উপর সবথেকে বেশি বাজি। বিজেপি ১১ থেকে ১৩টি আসন পেতে পারে, তার উপর সবথেকে বেশি বাজি পড়েছে। এই আঙ্গিকে তৃণমূল কংগ্রেসকে সাট্টাবাজার দিচ্ছে ২৫ থেকে ২৮ আসন। এই বাজিরল উপর টাকা লাগালে মিলবে দ্বিগুণ লাভ।

এক্সিট পোলের পর থেকেই সাট্টাবাজারে এই প্রবণতা শুরু হয়েছে। মুসড়ে পড়া সাট্টা বাজার জমজমাট হয়ে উঠেছে। কেন্দ্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হয়ে ক্ষমতায় আসছে। এবং বাংলায় বিজেপির উত্থান ঘটছে, এই প্রবণতায় শেয়ার মার্কেট থেকে সাট্টাবাজারে রমরমা। বলা যায় গেরুয়া ঝড় বইছে সেখানেও।

English summary
BJP is ahead in West Bengal according to Sattabazar of Kolkata. BJP can get 11 to 13, TMC 25 to 28.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X