বাংলায় ১৫০টি আসনে তৃণমূলকে টেক্কা বিজেপির! গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
সবেমাত্র লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখনও ফল প্রকাশ হয়নি। অথচ বিজেপি এখন থেকেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল একপ্রকার। এখন থেকেই অঙ্ক কষা শুরু করে দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির অভ্যন্তরীণ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, লোকসভা ভোটের নিরিখে বিধানসভার অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে থাকবে পদ্ম শিবির।

রাজ্যে তৃণমূল সংখ্যালঘু!
অর্থাৎ বিজেপি বুঝিয়ে দিতে চাইছে লোকসভা নির্বাচনের পর রাজ্যে তৃণমূল সংখ্যালঘু। তারা প্রায় ১৫০ আসনে শাসক তৃণমূলের থেকে এগিয়ে থাকবে। ফলে তৃণমূলের নৈতিক অধিকার নেই রাজ্যের ক্ষমতায় থাকার। সেইসঙ্গে বিজেপি তোপ দেগেছে, অন্তত ১০০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

বিজেপির দু'টি টিম সমীক্ষায়
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুধু শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়করা নন, কংগ্রেস ও বামফ্রন্টের বিধায়করাও রয়েছেন সেই তালিকায়। বিজেপির দু'টি দল এই সমীক্ষা চালিয়েছে। একটি কেন্দ্রীয় টিম, আর একটি রাজ্যের টিম। রাজ্যের প্রতিনিধিরা তাদের মূল্যায়ন জমা দিয়েছে বিজেপির কাছে।

১১ থেকে ২৬ আসন
বুথ ফেরত সমীক্ষায় মমতার রাজ্যে মোদী ঝড়ের ইঙ্গিত মিলেছে। বিজেপি পেতে পারে ১১ থেকে ২৬ আসন এমন ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি। তারপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপি এবার ২৩টি আসনে জিতছেই। আর সেই প্রসঙ্গেই ১৫০ বিধানসভা এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।

৪০ থেকে ১০০ বিধায়ক
বুথ ফেরত সমীক্ষার পর অনেক বিধায়ক বিদেপির দিকে ঝুঁকে পড়েছে বলে এদিন মাস্টারস্ট্রোক দিলেন দিলীপ ঘোষ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অন্তত ৪০ জন বিধায়ক তার সাথে যোগাযোগ করছেন। এদিন সেইমতোই দিলীপ ঘোষ বললেন, অনেকেই ফোন করতে শুরু করেছেন। শুধু টিএমসি নয়, বিভিন্ন পার্টির এমএলএ-রা তাঁকে ফোন করছেন। খোঁজ নিচ্ছে শরীর ঠিক আছে তো? আমিও জিজ্ঞাসা করছি, তাঁরা কেমন আছেন। জল্পনার পারদ চড়ছে।