For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় তৃণমূল কংগ্রেস আর নয়, এবার বাম নেতাদের কেন গেরুয়া শিবির দলে টানতে চাইছে

  • |
Google Oneindia Bengali News

২০২১ ভোটের আগে রাজনীতির 'রঙ' বাংলার নতুন সমীকরণ তৈরির পথে। গত লোকসভা ভোট থেকে যে ট্রেন্ড দেখা যাচ্ছিল বিজেপি শিবিরে নতুন 'নেতা' নেওয়ার ক্ষেত্রে, সেই ট্রেন্ডের গেমপ্ল্যান এবার খানিকটা পরিবর্তন করতে ব্রতী পদ্মশিবির। এক সর্বভারতীয় পত্রিকার খবর অনুযায়ী, বিজেপির এক প্রভাবশালী নেতার তরফ থেকে যে নতুন নির্দেশিকা বাংলার বিজেপি নেতাদের কাছে এসেছে। সেই নির্দেশিকায় তাতে বলা হয়েছে, ঘাসফুল নেতাদের পদ্ম শিবিরে না নিয়ে, বরং লালপার্টির বামপন্থী নেতাদের গেরুয়া শিবিরে নেওয়ার উদ্যোগ নিক বঙ্গ বিজেপি।

 বাম থেকে ডানের পথে...

বাম থেকে ডানের পথে...

আদর্শগত দিক থেকে দুটি পার্টি ভিন্ন সুরে কথা বলে। তবুও বাংলায় ৩৪ বছরের শাসনভারে থাকা বামপন্থীদেরই এখন ঘাসফুল শিবিরের নেতাদের থেকে বেশি পছন্দ পদ্মশিবিরে। এমনই তথ্য প্রকাশিত হয়েছে দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে। ফলে এবার বাংলায় 'বাম' পন্থীদের 'ডান 'পন্থী করার ভাবনায় বিজেপি।

কেন বামপন্থীদের প্রতি ঝুঁকছে গেরুয়া শিবির?

কেন বামপন্থীদের প্রতি ঝুঁকছে গেরুয়া শিবির?

পদ্মশিবিরের অন্দরমহলের খবর, 'শিক্ষিত বামপন্থী'দের দলে এনে বিজেপির ভাবমূর্তি বাড়ানোর চেষ্টা শুরু করতে চলেছেন তাঁরা। ২০২১ ভোটকে পাখির চোখ করে এবার 'ভদ্র, শিক্ষিত' সমাজকে আকর্ষণ করতে বিজেপি এবার বামপন্থীদের দলে টানতে মরিয়া চেষ্টা শুরু করতে চলেছে বলে খবর।

অমিত শাহ ৩ বছর আগে কোন নির্দেশ দেন পার্টি নেতাদের?

অমিত শাহ ৩ বছর আগে কোন নির্দেশ দেন পার্টি নেতাদের?

বাংলায় পার্টি নেতাদের লোকসভা ভোটের ৩ বছর আগেই দলীয় সভাপতি অমিত শাহ জানিয়ে দেন যে তাঁরা যেন দলে অবশ্যই বিরোধী শিবির থেকে নেতা ঘরে তোলেন। সেই মতো অ্যাজেন্ডা সেট করে উদ্যোগ নেয় বঙ্গ বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেক্ষেত্রে সাফল্যও পেয়েছে পদ্মশিবির। আর সেই স্ট্র্য়াটেজির হাত ধরেই দলে ব্যারাকপুরে অর্দুনের ভোটব্যাঙ্ক, বাঁকুড়ায় সৈমিত্র খাঁর ভোটব্য়াঙ্ক পকেটে পুড়েছে বিজেপি। যা লোকসভা ভোটে তাঁদের বাড়তি মাইলেজ দিয়েছে।

'বিরোধী' শিবির ও বিজেপি

'বিরোধী' শিবির ও বিজেপি


তবে যাঁরা বিজেপিতে এসেছেন 'বিরোধী' শিবির থেকে তাঁদের বেশিরভাগই প্রাক্তন তৃণমূল নেতা। কিন্তু 'বিরোধী' শিবির সিপিএম বা বামপন্থীদের সেভাবে দলে পেতে ব্যর্থ হয়েছে পদ্মশিবির। শোনা যাচ্ছে , সেভাবে বামনেতাদের সঙ্গে যোগাযোগ বা আগ্রহও বিজেপি দেখায়নি। তবে এবার পট পরিবর্তনের পালা, বলেই দাবি পদ্মশিবিরের অন্দরমহলের।

কেন তৃণমূল থেকে নেতাদের পছন্দ করছে না বিজেপি?

কেন তৃণমূল থেকে নেতাদের পছন্দ করছে না বিজেপি?

প্রসঙ্গত, বহু তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক চিটফান্ড মামলা থেকে দুর্নীতির অভিযোগ রয়েছে। রয়েছে বিতর্কও। আর সেই জন্যই ঘাসফুল শিবিরকে আর পছন্দ করছে না রাজ্য বিজেপি। জনমতের জমি যাতে হারায় তার জন্য কিছুতেই আর বিজেপি তৃণমূল নেতাদের ঘিরে 'ঝুঁকি' নিতে চাইছে না।

 শোভন-বৈশাখী কি বিজেপির অসন্তোষের অন্যতম কারণ?

শোভন-বৈশাখী কি বিজেপির অসন্তোষের অন্যতম কারণ?

অনেকেই মনে করছেন যে, সাম্প্রতিককালে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্য়ায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক উঠেছে তাতে ঘাসফুল শিবির থেকে নেতা ঘরে তোলা নিয়ে অসন্তুষ্ট বিজেপি শিবির। তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেও শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে যেভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, এবং ফের তৃণমূলের দিকেই ঝুঁকছেন, তাতে ক্ষুব্ধ পদ্মশিবির। ফলে এবার বামকে ডান করার লক্ষ্য নিয়ে বাংলায় বিজেপি কোমর বেঁধে নামতে চলেছে বলেই খবর।

English summary
BJP directs leadership that insted of TMC leaders bring cpi(M) members in Party .Ideologically, they are at the complete opposite ends of the political spectrum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X