For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটল জট, মালদহের হোটেলেই ‘ল্যান্ড’ করছেন শাহ! মমতার বার্তা শেষে বিজেপির বিবৃতি

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মালদহ আসা নিয়ে সমস্ত জটিলতা কাটল। রাজ্য বিজেপি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, অমিত শাহের চপার নামবে মালদহের বেসরকারি হোটেলেই।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মালদহ আসা নিয়ে সমস্ত জটিলতা কাটল। রাজ্য বিজেপি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, অমিত শাহের চপার নামবে মালদহের বেসরকারি হোটেলেই। মালদহের গোল্ডেন পার্ক হোটেল হেলিকপ্টার নামার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে এবং সেখানেই হেলিকপ্টার নামবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিজেপি।

প্রসঙ্গত উল্লেখ্য, মালদহে অমিত শাহের হেলিপ্যাড নিয়ে জটিলতা তৈরি হল। জেলা প্রশাসন বিমানবন্দরে হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি। কারণ হিসেবে বলা হয়, মালদহের ওই বিমানবন্দরে সংস্কারের কাজ চলছে। তা বর্তমানে হেলিকপ্টার নামার অনুপযুক্ত এবং আন সেভ ফর প্যাসেঞ্জার। মালদহের বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে জানান অতিরিক্ত জেলাশাসক।

কাটল জট, মালদহের হোটেলেই ‘ল্যান্ড’ করছেন শাহ

এরপরই মালদহের ওই বেসরকারি হোটেলের হেলিপ্যাডের ব্যবস্থা করে বিজেপি। মালদহের নারায়ণপুরে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করার হবে বলে জানায় বিজেপি। তখন আবার হোটের কর্তৃপক্ষ বেঁকে বসে। হোটেল কর্তৃপক্ষের হেলিপ্যাডে আপত্তি জানানোয় রাজ্যের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। বিজেপির দাবি, এসব রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এরপর নিজে মুখ খোলেন। তিনি জানিয়ে দেন, সব অনুমতি দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে সমস্ত অনুমতি দেওয়া হয়েছে। অমিত শাহের সভার কোনও বিভ্রান্ত নেই। মুখ্যমন্ত্রীর দাবি তথ্য বিকৃতি করে বিজেপি মিথ্যা প্রচার করছে। অমিত শাহের সভা নিয়ে কোনও জটিলতা নেই। অযথা জলঘোলা করছে বিজেপি।

রাজ্যের দাবি, নিরাপত্তার কারণেই মালদহ বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া হয়নি। সেই কারণেই অন্যত্র হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব দিক খতিয়ে দেখেই হেলিপ্যাডের অনুমতি দেওয়া হয়েছে।

English summary
BJP informs Amit Shah’s helipad will land in the private hotel. The problem of Amit Shah’s helipad is over.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X