For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদন-গড়ে বিজেপির থাবা! ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ভাঙন তৃণমূল কংগ্রেসে

বাংলায় বিধানসভা ভোট সামনেই। নিদেনপক্ষে এক বছরও বাকি নেই। তাই আর বসে থাকতে রাজি নন বিজেপি নেতারা। এবার তৃণমূলকে পাল্টা দিতে বিজেপি আসরে নেমে পড়ল।

Google Oneindia Bengali News

বাংলায় বিধানসভা ভোট রয়েছে সামনেই। নিদেনপক্ষে এক বছরও বাকি নেই। তাই আর বসে থাকতে রাজি নন বিজেপি নেতারা। এবার তৃণমূলকে পাল্টা দিতে বিজেপি আসরে নেমে পড়ল। মদন-গড়ে থাবা বসাল তৃণমূলের উপর। তৃণমূল ভেঙে বিজেপিতে দলবদল করলেন তিন শতাধিক কর্মী। তাঁদের মধ্যে ছিলেন বাম-কংগ্রেস থেকে আসা কর্মীরাও।

মদন গড়ে তৃণমূলে ভাঙন

মদন গড়ে তৃণমূলে ভাঙন

কামারহাটি মদন মিত্রের গড় বলেই পরিচিত। যদিও বিগত নির্বাচনে তাঁকে এই পানিহাটি থেকে হারতে হয়েছিল, তবু তিনি এখনও কামারহাটির নেতা হিসেবে পরিচিত তৃণমূলে। সেই মদন গড়েই তৃণমূলে ভাঙন ধরিয়ে দিল বিজেপি। ভাঙন ধরল অন্য দলেও। তিন শতাধিক কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় শক্তিবৃদ্ধ হল গেরুয়া শিবিরের।

২০২১-এর আগে শক্তিবৃদ্ধি বিজেপির

২০২১-এর আগে শক্তিবৃদ্ধি বিজেপির

বিজেপির রাজ্য নেতা নেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁরা যোগদান করেন বি্জেপিতে। অনিন্দ্যবাবু তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেন। তৃণমূল, কংগ্রেস, বামফ্রন্ট ছেড়ে আসা কর্মীদের যোগদানে বিজেপি আসন্ন পুরভোটে ও ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শক্তি বৃদ্ধি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কেন হঠাৎ তৃণমূল শিবিরে ভাঙন

কেন হঠাৎ তৃণমূল শিবিরে ভাঙন

কিন্তু কেন হঠাৎ তৃণমূল শিবিরে ভাঙন ধরল মদন মিত্রের কমারহাটিতে? এর পিছনে সুপ্ত রাজনীতি রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। লকডাউনের মধ্যেই কামারহাটিতে এক তৃণমূল কর্মী খুন হন। ত্রাণ বণ্টন নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনায় বিজেপির কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

মানুষ বীতশ্রদ্ধ তৃণমূলে!

মানুষ বীতশ্রদ্ধ তৃণমূলে!

বিজেপির কাউন্সিলর গ্রেফতারও হন। তবে তারপরই তৃণমূলে বিক্ষুব্ধের সংখ্যা বাড়তে থাকে। বিজেপির দাবি, তৃণমূলের মিথ্যার রাজনীতি মানতে না পেরেই ওঁরা দল ছেড়েছেন। বিজেপির আসল রূপ সামনে এসে গিয়েছে। তাই মানুষ আর তৃণমূলের সঙ্গে থাকছেন না।

তৃণমূলে ভাঙন আরামবাগেও

তৃণমূলে ভাঙন আরামবাগেও

শুধু কামারহাটিতেই নয়, তৃণমূলে ভাঙন ধরল হুগলির আরামবাগেও। আরামবাগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রায় ৫০ জন কর্মী। তাঁদের হাতে পতাকা তুলে দেন আরামবাগ জেলায় সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ। দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে তাঁরা দল ছাড়লেন।

English summary
BJP increases power to break TMC in Madan Mitra’s fort at Kamajhati. BJP joins TMC workers to increase power before 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X