For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শক্তিবৃদ্ধি একুশের আগে, নেতৃত্বে রদবদলের পরই চাকা ঘুরল খাস অধীর গড়ে

বিজেপি শক্তিবৃদ্ধি একুশের আগে, নেতৃত্বে রদবদলের পরই চাকা ঘুরল খাস অধীর গড়ে

Google Oneindia Bengali News

২০২১-এ বাংলায় ক্ষমতায় দখলই বিজেপির এক ও একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যেই বিজেপি সম্প্রতি রদবদল করেছে রাজ্য কমিটিতে। আর তারপরেই খাস অধীর গড়ে হানা দিল বিজেপি। শুধু তৃণমূলকে ভাঙাই নয়, কংগ্রেসকে ভেঙেও দলের শক্তিবৃদ্ধি করল বিজেপি। মুর্শিদাবাদ বিজেপিতে বড়সড় যোগদান করানো হল।

অধীরের খাসতালুকে শক্তিবৃদ্ধি হল বিজেপির

অধীরের খাসতালুকে শক্তিবৃদ্ধি হল বিজেপির

অধীরের খাসতালুক বহরমপুরে ১২০ জন কংগ্রেসকর্মী দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। সামনেই পুরসভা নির্বাচন, তার আগে বহরমপুর পুরপসভার ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের ১২০ জন কর্মী যোগ দেন বিজেপিতে। এই যোগদানে মুর্শিদাবাদ জেলায় খানিক হলেই শক্তিবৃদ্ধি হল বিজেপির।

কংগ্রেসত্যাগীদের হাতে বিজেপির পতাকা

কংগ্রেসত্যাগীদের হাতে বিজেপির পতাকা

এদিন কংগ্রেসকর্মীদের বিজেপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, সাংগঠনিক উত্তর পুরমণ্ডল সভাপতি্ বিশ্বরূপ ঘোষ, সাংগঠনিক দক্ষিণ পুরমণ্ডল সভাপতি্ প্রদীপ সিনহা প্রমুখ। তাঁরাই যোগদানকারীদের হাতে তুলে দেন গেরুয়া পতাকা।

কংগ্রেস ছেড়ে কর্মীদের যোগদান বিজেপিতে

কংগ্রেস ছেড়ে কর্মীদের যোগদান বিজেপিতে

বিজেপি জানায়, যোগদানকারীরা দীর্ঘদিন ধরেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চাইছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি লকডাউনের জন্য। লকডাউন আনলক হতে শুরু করতেই বিজেপির তরফে একটি ছোট্ট অনুষ্ঠান করে কংগ্রেস ছেড়ে আসা কর্মীদের যোগদান করানো হয়।

২০২১-এ পরিবর্তন অবশ্যম্ভাবী, তাই ভিড় বাড়ছে

২০২১-এ পরিবর্তন অবশ্যম্ভাবী, তাই ভিড় বাড়ছে

বিজেপি ২০২১-এর লক্ষ্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চাইছে। যে সব এলাকায় বিজেপির শক্তি সীমিত, সেইসব এলাকায় বিজেপি অন্য দলকে ভেঙে শক্তিশালী হতে চাইছে। বিজেপির কথায় মানুষ বুঝতে পেরে গিয়েছে ২০২১-এ তৃণমূল জিতবে না, ক্ষমতায় আসবে বিজেপি, তাই এখন থেকেই মানুষ বিজেপিমুখী হওয়ার চেষ্টা করছে।

করোনা আক্রান্ত ছেলে ও স্ত্রী, বাড়ি থেকে হাসপাতালে ভর্তি হলেন আক্রান্ত দমকলমন্ত্রীকরোনা আক্রান্ত ছেলে ও স্ত্রী, বাড়ি থেকে হাসপাতালে ভর্তি হলেন আক্রান্ত দমকলমন্ত্রী

English summary
BJP increases power to break Congress in Adhir-fort Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X