For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দিলেন দাপুটে নেতা, একুশের নির্বাচনের আগে বাড়ছে গেরুয়া-শক্তি

নির্বাচনের মুখে দলবদল চলছেই। শক্তি বাড়িয়েই চলেছে বিজেপি। তৃণমূল ভাঙিয়েই শুধু বাড়ছে না বিজেপি, বিজেপি বাড়ছে সিপিএমকে ভেঙেও। সম্প্রতি হাওড়ার বাগনানে দাপুটে শ্রমিক নেতা সিপিএমের সংগঠন ছেড়ে যোগ দিলেন বিজেপিতে।

Google Oneindia Bengali News

নির্বাচনের মুখে দলবদল চলছেই। শক্তি বাড়িয়েই চলেছে বিজেপি। তৃণমূল ভাঙিয়েই শুধু বাড়ছে না বিজেপি, বিজেপি বাড়ছে সিপিএমকে ভেঙেও। সম্প্রতি হাওড়ার বাগনানে দাপুটে শ্রমিক নেতা সিপিএমের সংগঠন ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। হাওড়া জেলার গ্রামীণ এলাকাতেও বিজেপি সংগঠন বাড়ানোয় উদ্যোগী হল।

সিটু ছেড়ে বিজেপির শ্রমিক সংগঠন

সিটু ছেড়ে বিজেপির শ্রমিক সংগঠন

রাজ্য রাজনীতিতে শীর্ষ নেতারা একদল ছেড়ে অন্যদলে নাম লেখাচ্ছেন। জেলাস্তরেরও বহু নেতানেত্রীও বিজেপিতে যোগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে মূল সংগঠনের পাশাপাশি শ্রমিক সংগঠনও বাডাচ্ছে বিজেপি। সিপিএমের শ্রমিক সংগঠন সিটু ছেড়ে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দেন।

প্রায় শ-খানেক কর্মী নিয়ে পদ্মশিবিরে যোগ

প্রায় শ-খানেক কর্মী নিয়ে পদ্মশিবিরে যোগ

হাওড়া জেলা সিটুর অন্যতম সদস্য ছিলেন অশেক চক্রবর্তী। বাগনান সিটু অটো ইউনিয়নের কার্যকরী সভাপতি ছিলেন তিনি। তিনি প্রায় শ-খানেক কর্মী নিয়ে পদ্মশিবিরে যোগ দেন। গ্রামীণ জেলা বিজেপির বিজেপির সদর কার্যালয়ে তাদের হতে দলীয় পতাকা তুলে দেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তপন মণ্ডল।

তৃণমূলের অত্যাচার থেকে শ্রমিকদের রক্ষা করতে

তৃণমূলের অত্যাচার থেকে শ্রমিকদের রক্ষা করতে

বিজেপিতে যোগ দিয়ে অশোক চক্রবর্তী বলেন, বাগনান-সহ সারা বংলায় তৃণমূল যেভাবে শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে তা একমাত্র বিজেপিই প্রতিরোধ করতে পারে। আর তা প্রতিরোধের জন্য সিটুর সাংগঠনিক জোর নেই। তাই কর্মীদের নিয়ে বিজেপিতে যোগ দিলাম। তৃণমূলের অত্যাচার থেকে শ্রমিকদের রক্ষা করাই এখন তাঁদের লক্ষ্য।

বিজেপির পালে হাওয়া লাগাতে ছুটেছে তৃণমূল

বিজেপির পালে হাওয়া লাগাতে ছুটেছে তৃণমূল

সম্প্রতি বিজেপিতে যোগ দেন চলচ্চিত্র ও টেলিচিত্র জগতের একগুচ্ছে কলাকুশলীরা। আসন্ন ২০২১ নির্বাচনের আগে তৃণমূলের দিকে থাকা কলাকুশলীরা বিজেপির পালে হাওয়া লাগাতে ছুটেছে। সম্প্রতি বিজেপি তিন-চার দফায় যোগদান হয়েছে। তার মধ্যে যশ দাশগুপ্ত, হিরণ থেকে শুরু করে পাপিয়া অধিকারীরা যোগদান করেন।

English summary
BJP increases power for joining CITU leader before West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X