মমতার বিরুদ্ধে 'প্রতিদ্বন্দ্বী' নেই বঙ্গ বিজেপির! শুধুই একুশের আগে ভিড় বাড়ছে
২০২১-এ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে মুখ হবেন বিজেপিতে? তার উত্তর আজও অধরা রয়েছে। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম বাংলায় ভাসিয়ে দেওয়ায় শাসক শিবির কচটাক্ষ করতে শুরু করেছে, বাংলায় কোনও মুখই নেই বিজেপির। তাই বাংলার ভোটে বিজেপি সেই নরেন্দ্র মোদীকেই সামনে রেখে লড়তে চাইছে।

মমতা ক্যারিশম্যাটিক ভাবমূর্তি, কে লড়বে বিরুদ্ধে
রাজনৈতিক মহল মনে করছে, বিজেপির নেতিবাচক দিক এটাই যে, বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশম্যাটিক ভাবমূর্তির সঙ্গে পাল্লা দেওয়ার মতো কোনও নেতা নেই। তাই মুখ খুঁজে খুঁজে সারা বিজেপি। কাকে সামনে রেখে লড়লে মোক্ষম লড়াই দেওয়া যাবে! এই ভাবনায় বঙ্গ বিজেপির মনে এসেছে একটিই নাম- নরেন্দ্র মোদী।

বিজেপিতেও একটাই পোস্ট নরেন্দ্র মোদী!
তৃণমূলের বিরুদ্ধে একটা প্রচার রয়েছে যে, এই দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবার বিজেপির বিরুদ্ধেও সেই অপপ্রচার শুরু হয়েছে। বিজেপিতে একটাই পোস্ট নরেন্দ্র মোদী। অর্থাৎ সমস্ত ভোটেই মোদী মুখ। লোকসভা হোক বা বিধানসভা, কিংবা পুরসভা বা পঞ্চায়েত- বিজেপি একটা নাম সামনে রেখেই লড়ছে, তা হল নরেন্দ্র মোদীর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করবে বিজেপি
২০২১ বিধানসভা নির্বাচনের আর মাত্র আট মাস বাকি। এই পরিস্থিতিতে রাজ্যে বিজেপিও নানা কোন্দলে জর্জরিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে মুখ্যমন্ত্রী মুখ হবেন, তা নিয়েই বিজেপিতে কোন্দল চলছে। বিজেপি সম্প্রতি এই কোন্দল থেকে মুক্তি পেতে যথারীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করার বার্তা দিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলার মতো নাম
বিজেপি চাইছে বাংলাতেও নরেন্দ্র মোদীকে মুখ করে নির্বাচনে লড়তে। নির্বাচনে জিতলে বিজেপি নতুন মুখ্যমন্ত্রী ঠিক করবে। তার আগে এ নিয়ে কোনও চর্চা পছন্দ করছে না বিজেপি। তবু বাধ মানছে না। একাধিক নাম সামনে এসে গিয়েছে বিজেপিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য। কিন্তু কোনও নামই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলার মতো নয়। তাই অগত্যা নরেন্দ্র মোদীই ভরসা।

মমতা বিরোধী মুখ খুঁজতে নাজেহাল অবস্থা বিজেপির
২০১৯-এ মোদী বিরোধী মুখ খুঁজতে যেমন বিরোধীদের নাকাল হতে হয়েছিল, বাংলায় তেমনই মমতা বিরোধী মুখ খুঁজতে নাজেহাল অবস্থা বিজেপির। তাই বিজেপি ঠিক করেছে, বিজেপি যদি মমতার হ্যাটট্রিক রুখতে সফল হয়, তখনই মুখ্যমন্ত্রী বাছবে। তাই মোদীকে সামনে রেখেই লড়াই হবে, বাংলার কোনও মুখকে সামনে রেখে বিজেপি নির্বাচনে লড়বে না।

বিজেপির নেতৃত্বে দিলীপ কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নন
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আরএসএসের প্রাক্তন প্রচারক। তিনি ইতিমধ্যেই রাস্তায় নেমে আক্রমণাত্মক রাজনীতি করার ব্যাপারে তাঁর দক্ষতা দেখিয়েছেন। রাজ্যে বিজেপির নেতৃত্বও দিচ্ছেন কৃতিত্বের সঙ্গে। ইতিমধ্যে তিনি পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিজেপিকে সাফল্য এনে দিয়েছেন। নিজেও নির্বাচিত হয়েছেন বিধায়ক ও সংসদ হিসেবে। তাঁর নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রথম সারিতে থাকবে এটাই তো স্বাভাবিক।

বহু নাম উঠে আসছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে
এছাড়াও বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে এসেছে একাধিক নাম। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের নামও সামনে এসেছে। সামনে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়, বেলুড় মঠের মহারাজ স্বামী কৃপাকরানন্দের নামও। সব নাম নিয়েই জল্পনার পারদ চড়েছে।

বিজেপিতে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে না তো, আমচকাই বাংলায় বহু মুখ