তৃণমূল কংগ্রেসকে মাত দিতে হবে সংসদেই! নজিরবিহীন পরিকল্পনা করেছে বিজেপি
বিজেপি বাংলা বিদ্বেষী। তৃণমূল কংগ্রেস তরফে অভিযোগ তোলা হয়েছে বারবার। তার জবাব তৈরি করে ফেলেছে বিজেপি। পরিকল্পনা অনুযায়ী সংসদেই এর জবাব দেওয়া হবে। যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তরফে বাংলা থেকে নির্বাচিত সাংসদদের জানিয়ে দেওয়া হয়েছে, সংসদে যেন তাঁরা বাংলাতেই বক্তব্য রাখেন।

'বিজেপি বাঙালি বিদ্বেষী'
অসমে এনআরসি নিয়েই বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে অভিযুক্ত করেছে তৃণমূল। সভা সমাবেশে এনআরসি নিয়ে কথা উঠলেই তৃণমূলের তরফে বিজেপির বিরদ্ধে অভিযোগ তোলা হয়। এছাড়াও কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরেও তৃণমূলের তরফে একই অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও বিজেপি বাংলার পক্ষে ক্ষতিকারক বলেও প্রচার করে থাকে তৃণমূল।

তৃণমূলকে জবাব দিতে ব্লুপ্রিন্ট
তবে এনিয়ে তৃণমূলকে জবাব দিতে ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য থেকে নির্বাচিত ১৮ জন সাংসদকে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংসদে তাঁরা যেন বাংলাতেই বক্তব্য রাখেন। সংসদে রাখা বক্তব্য পরে সাধারণ মানুষের মধ্যেই ছড়িয়ে দেওয়া যাবে। এর ফলে তৃণমূলকে চাপে রাখা যাবে বলেই মনে করছে বিজেপি।

দক্ষ নন ইংরেজি হিন্দিতে, তাই বাংলা
রাজ্য থেকে লোকসভায় বিজেপির ১৮ জন সাংসদ রয়েছেন। এঁদের অনেকেই হিন্দি কিংবা ইংরেজিতে দক্ষ নন। তাই বাংলাকেই বেছে নেওয়া হয়েছে। এছাড়াও বাংলা থেকে নির্বাচিত সাংসদদের বেশিরভাগই প্রথমবার সংসদে গিয়েছেন। ফলে সংসদের রীতি-নীতি বুঝতে সময় লাগছে তাদের। পাশাপাশি হিন্দি কিংবা ইংরেজি বলতেও তাঁরা অসুবিধায় পড়ছেন। ফলে শীর্ষ নেতৃত্বের তরফে বাংলায় বলার অনুমোদন পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

অনুসরণ দক্ষিণ ভারতের সাংসদদের
বিজেপির তরফে দক্ষিণ ভারতের বিভিন্ন দলের সাংসদদের কথাও তুলে ধরা হয়েছে। সেখানকার সাংসদরা সাধারণভাবে কোনও কিছু বলার সময় মাতৃভাষাতেই কথা বলেন। তাই বাংলার সাংসদদের ক্ষেত্রে মাতৃভাষায় কথা বলার ক্ষেত্রে কোনই অসুবিধা নেই। বরং মাতৃভাষায় বললে, পশ্চিমবঙ্গবাসী অনেকটাই গর্ব অনুভব করবেন ভাষা নিয়ে। যা সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলবে।