For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি 'গরমেন্ট' সীমা ছাড়াচ্ছে, আজ থেকে লড়াই শুরু, প্রতিক্রিয়া অগ্নিশর্মা মমতার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
কলকাতা, ১২ ডিসেম্বর: বিজেপি 'গরমেন্ট' সীমা ছাড়িয়ে যাচ্ছে। সংবিধান না মেনে, আইন না মেনে গ্রেফতার করা হয়েছে মদন মিত্রকে। বিশ্বস্ত সেনানী সারদা-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর এমনই প্রতিক্রিয়া দিলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার মদনের গ্রেফতার খবর আসার পরই দৃশ্যত উত্তেজিত দেখাচ্ছিল তাঁকে। নবান্নে তিনি সাংবাদিকদের বলেন, "বিজেপি গরমেন্ট (গভর্নমেন্ট বলেননি) সীমা ছাড়িয়ে যাচ্ছে। ভাবুন তো, একজন ক্যাবিনেট মিনিস্টারকে অ্যারেস্ট করল, কাউকে কিছু জানাল না। আমিও কিছু জানি না। স্পিকারকেও কিছু বলেনি। কাল যদি আমার রাজ্যে কোনও সেন্ট্রাল মিনিস্টার আসে, যদি আমি অ্যারেস্ট করি, তা হলে? এরা সৌজন্যের কোনও ধার ধারে না। নিজেদের স্বার্থে দুর্নীতিগ্রস্ত সিবিআইকে ব্যবহার করছে।"

আরও পড়ুন: সারদা-কাণ্ডে গ্রেফতার পরিবহণ মন্ত্রী মদন মিত্র
আরও পড়ুন: এর পর দুই 'ম' জেলে যাবে, মদনের গ্রেফতারির পর বলছে বিরোধীরা

তবে মাঝখানে অন্য প্রসঙ্গেও চলে যান মমতা। মদন মিত্রকে নিয়ে বলতে গিয়ে বলেন, বিজেপি কেন গীতাকে দেশের জাতীয় গ্রন্থ করতে চাইছে? কেন আগ্রায় জোর করে ধর্মান্তকরণ করছে? বিজেপি গায়ের জোরে দেশ দখল করতে চাইছে।

বৈঠকের শেষে তিনি বলেন, "আজকে লড়াই শুরু হল। এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই। গুন্ডামি বরদাস্ত করবে না বাংলার মানুষ।"

বিজেপি নেতা তথাগত রায়ের প্রতিক্রিয়া, "সিবিআই তো সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছে। এত কথা বাইরে না বলে আদালতে গিয়ে বলুক না। আসলে ওদের কাছে তথ্যপ্রমাণ নেই। তাই আদালতে যাওয়ার সাহসও নেই।"

English summary
BJP has crossed all limits, says angry Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X