For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল সাংসদের মুণ্ডু চাই! শুভেন্দু-গড়ে ছেয়ে গেল হুমকি পোস্টার, তীব্র চাঞ্চল্য

তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই! হলদিয়ার বুকে পড়ল পোস্টার। যুব মোর্চার নামে পোস্টারে ছেয়ে গেল এলাকা। কিন্তু কেন এই পোস্টার? তাও উল্লেখিত ওই হুমকি-পোস্টারে।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই! হলদিয়ার বুকে পড়ল পোস্টার। যুব মোর্চার নামে পোস্টারে ছেয়ে গেল এলাকা। কিন্তু কেন এই পোস্টার? তাও উল্লেখিত ওই হুমকি-পোস্টারে। স্পষ্ট স্পষ্ট অক্ষরে লেখা- 'কাঁথিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার কাণ্ডারি দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই।' এই ঘটনায় অভিযোগ তির উঠেছে বিজেপির দিকে। দাবি উঠেছে দোষীদের গ্রেফতারির।

তৃণমূল সাংসদের মুণ্ডু চাই! শুভেন্দু-গড়ে হুমকি পোস্টার

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর কাঁথির রাস্তায় আক্রান্ত হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির প্রায় ১৫টি গাড়িতে হামলা চালানো হয়। তার মধ্যে ছিল দিলীপ ঘোষের গাড়িও। নিগৃহীত হন দিলীপ ঘোষও। এই হামলার পিছনে তৃণমূলের দিকে আঙুল ওঠে। দিলীপ ঘোষ বলেন, সাংসদের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার সময় সাংসদ দিব্যেন্দু অধিকারী নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তৃণমূল সাংসদের মুণ্ডু চাই! শুভেন্দু-গড়ে হুমকি পোস্টার

তৃণমূলের অভিযোগ, এদিন হুমকি-পোস্টারে ছত্রে ছত্রে বিজেপি সভাপতির সেই দাবি প্রতিফলিত হয়েছে। বিজেপির মদতে এই পোস্টার পড়েছে বলে অভিযোগ। অভিযোগ, বিজেপির যুব সংগঠনের নামেই পোস্টার। বিজেপি এর দায় এড়াতে পারে না। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি দাবি, তাঁদের ভাবমূর্তি কলুষিত করতেই পরিকল্পিতভাবে এই পোস্টার দেওয়া হয়েছে।

তৃণমূল সাংসদের মুণ্ডু চাই! শুভেন্দু-গড়ে হুমকি পোস্টার

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর সোমবার কাঁথিতে বিজেপির একটি কর্মিসভা ছিল। সেখানেই যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেসের তরফে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নেওয়া হয়। সেইমতো কালো পতাকা দেখানো কর্মসূচির সময় বিজেপি কর্মীরা টিপ্পনি কাটে। মুহূর্তেই রণক্ষেত্রের রূপ নেয় কাঁথি।

তৃণমূল সাংসদের মুণ্ডু চাই! শুভেন্দু-গড়ে হুমকি পোস্টার

এবার হলদিয়ার বুকে তৃণমূল সাংসদের নামে পড়ল পোস্টার। একেবারে মুন্ডু চাই পোস্টার। এই ঘটনার তীব্র ধিক্কার যেমন পড়েছে, তেমনই আশঙ্কাও ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াতে পারে। পুলিস-প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে কারা রয়েছেন, কারা এলাকার আতঙ্ক ছড়াচ্ছেন, তা সামনে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

English summary
BJP gives threat poster to the name of TMC MP Dibyendu Adhikari. This poster given by yubo morcha of BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X