For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষ্যে পরিকল্পনা! বিজেপির ১৮ সাংসদকে বিশেষ দায়িত্ব

২০২১-এর বিধানসভা জয়ই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাথিক চোখ। তাই মুখ্যমন্ত্রী পে কমিশন ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা বলছেন

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা জয়ই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাথিক চোখ। তাই মুখ্যমন্ত্রী পে কমিশন ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা বলছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে রাজ্য সরকারি কর্মীদের জন্য কেন্দ্রের সপ্তম পে কমিশন লাগু করা হবে, ঠিক অন্যদিকে রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদদের মধ্যে ১৮ জনকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে শুক্রবার।

২০১৪-র নির্বাচনে বিজেপি রাজ্য থেকে লোকসভায় মাত্র দুটি আসন পেয়েছিল। আর ২০১৯-এর নির্বাচনে তা বেড়ে গিয়ে হয়েছে ১৮। এছাড়াও রয়েছেন রাজ্যসভার সদস্যরাও। ফলে রাজ্যবাসীর প্রতি বিজেপির দায়িত্বও বেড়েছে।

[অসম ও বাংলার মধ্যে ফারাক! কবে আসা হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব, জানালেন দিলীপ ঘোষ][অসম ও বাংলার মধ্যে ফারাক! কবে আসা হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব, জানালেন দিলীপ ঘোষ]

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে ভুল ভ্রান্তি ধরতে তৎপর বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সেগুলিকে সাধারণ মানুষের সামনেই তুলে ধরতে সচেষ্ট তারা। ফলে রাজ্য থেকে নির্বাচিত নয় দলীয় সাংসদকে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে। সবকটি সংসদীয় কমিটির সদস্য সংখ্যা ৩১। এর মধ্যে লোকসভা থেকে ২১ জন এবং রাজ্যসভা থেকে ১০ জন সদস্য রয়েছেন। একনজরে কে কোন সংসদীয় কমিটিতে রয়েছেন,

দিলীপ ঘোষ, স্বরাষ্ট্রমন্ত্রক

দিলীপ ঘোষ, স্বরাষ্ট্রমন্ত্রক

মেদিনীপুর থেকে নির্বাচিত দিলীপ ঘোষকে স্বরাষ্ট্রমন্ত্রকের কমিটিতে রাখা হয়েছে

এসএস আলুওয়ালিয়া, অর্থমন্ত্রক

এসএস আলুওয়ালিয়া, অর্থমন্ত্রক

এসএস আলুওয়ালিয়া বর্ধমান-দুর্গাপুর সংসদীয় আসন থেকে নির্বাচিত

 খগেন মুর্মু, গণবন্টন মন্ত্রক

খগেন মুর্মু, গণবন্টন মন্ত্রক

খগেন মুর্মু, মালদহ উত্তর আসন থেকে নির্বাচিত

 স্বপন দাশগুপ্ত, বিদেশমন্ত্রক

স্বপন দাশগুপ্ত, বিদেশমন্ত্রক

স্বপন দাশগুপ্ত রাজ্যসভার সাংসদ

 রূপা গাঙ্গুলি, শান্তনু ঠাকুর, বাণিজ্যমন্ত্রক

রূপা গাঙ্গুলি, শান্তনু ঠাকুর, বাণিজ্যমন্ত্রক

রূপা গাঙ্গুলি বর্তমানে রাজ্যসভার সদস্য। শান্তনু ঠাকুর বনগাঁ থেকে নির্বাচিত সদস্য।

জগন্নাথ সরকার, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

জগন্নাথ সরকার, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

জগন্নাথ সরকার রানাঘাট সংসদীয় আসন থেকে নির্বাচিত সদস্য

জয়ন্ত রায়, বিজ্ঞান-প্রযুক্তি-পরিবেশ-বন মন্ত্রক

জয়ন্ত রায়, বিজ্ঞান-প্রযুক্তি-পরিবেশ-বন মন্ত্রক

জলপাইগুড়ি সংসদীয় আসন থেকে নির্বাচিত এই সদস্য

 সৌমিত্র খান, পর্যটন মন্ত্রক

সৌমিত্র খান, পর্যটন মন্ত্রক

বিষ্ণুপুর সংসদীয় আসন থেকে নির্বাচিত তিনি

সুভাষ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

সুভাষ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

সুভাষ সরকার বাঁকুড়া সংসদীয় আসন থেকে নির্বাচিত

 জন বার্লা, রাজু বিস্তা, শ্রম মন্ত্রক

জন বার্লা, রাজু বিস্তা, শ্রম মন্ত্রক

জন বার্লা আলিপুরদুয়ার এবং রাজু বিস্তা দার্জিলিং থেকে নির্বাচিত।

অর্জুন সিং, সামাজিক ন্যায় বিচারমন্ত্রক

অর্জুন সিং, সামাজিক ন্যায় বিচারমন্ত্রক

অর্জুন সিং ব্যারাকপুর থেকে নির্বাচিত

কুনার হেমব্রম, কয়লা ও স্টিল মন্ত্রক

কুনার হেমব্রম, কয়লা ও স্টিল মন্ত্রক

কুনার হেমব্রম, ঝাড়গ্রাম থেকে নির্বাচিত

জ্যোতির্ময় সিং মাহাত, কর্মীবর্গ এবং জন অভিযোগ মন্ত্রক

জ্যোতির্ময় সিং মাহাত, কর্মীবর্গ এবং জন অভিযোগ মন্ত্রক

জ্যোতির্ময় সিং মাহাত পুরুলিয়া সংসদীয় আসন থেকে নির্বাচিত

লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, তথ্যপ্রযুক্তি মন্ত্রক

লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, তথ্যপ্রযুক্তি মন্ত্রক

লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে, সুকান্ত প্রামাণিক বালুরঘাট থেকে, নিশীথ প্রামাণিক কোচবিহার থেকে নির্বাচিত

<strong>[রাজ্যে সরকারি কর্মীদের শোষণ করা হচ্ছে! বেতন কমিশন নিয়ে মমতার ঘোষণায় পাল্টা প্রস্তাব কৈলাসের]</strong>[রাজ্যে সরকারি কর্মীদের শোষণ করা হচ্ছে! বেতন কমিশন নিয়ে মমতার ঘোষণায় পাল্টা প্রস্তাব কৈলাসের]

English summary
BJP gives special responsibility to their 18 MPs from West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X