For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদিবাসী ভোটের লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি, কো-পর্যবেক্ষক আশা লাকড়াকে বিশেষ দায়িত্ব

আদিবাসী ভোটের লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি, কো-পর্যবেক্ষক আশা লাকড়াকে বিশেষ দায়িত্ব

  • |
Google Oneindia Bengali News

বঙ্গ বিজেপি নতুন করে সেজে উঠেছে। বঙ্গ বিজেপিতে কৈলাশ বিজয়বর্গীয়র জায়গায় নতুন পর্যবেক্ষক করে আনা হয়েছে সুনীল বনসলকে। কিন্তু তিনি বঙ্গ নেতৃত্বের হাল দেখেই বুঝতে পেরেছেন এখানে পার্টটাইম পর্যবেক্ষক দিয়ে কোনও কাজ হবে না। তাই নতুন দু-জনকে পর্যবেক্ষক ও কো-পর্যবেক্ষক করে আনা হয়েছে।

আদিবাসী মহলে সমর্থন ধরে রাখতে

আদিবাসী মহলে সমর্থন ধরে রাখতে

বঙ্গ বিজেপির কো-পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে এই প্রথম রাজ্যে আসছেন আশা লাকড়া। তিনি চাইছেন প্রথম বঙ্গ সফরেই মাস্টারস্ট্রোক দিতে। বঙ্গ বিজেপিতে এই প্রথম মহিলা সহ-পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিজেপির এই সিদ্ধান্তকে কাজে লাগাতে চাইছে বঙ্গ নেতৃত্ব। বিগত নির্বাচনে আদিবাসী মহলে সমর্থন পেয়েছিল গেরুয়া শিবির। ২৪-এও সেই সমর্থন ধরে রাখতে চাইছে বিজেপি।

ঝাড়খণ্ড বিজেপির আদিবাসী মুখ বাংলায়

ঝাড়খণ্ড বিজেপির আদিবাসী মুখ বাংলায়

আদিবাসী সমর্থন ধরে রাখতে কো-পর্যবেক্ষক আশা লাকড়াকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আশা লাকড়া রাঁচি পুরসভার দীর্ঘদিনের মেয়র ছিলেন। তিনি ঝাড়খণ্ড বিজেপির আদিবাসী মুখ। এবার পার্শ্ববর্তী রাজ্যের আদিবাসী মুখকে বাংলার পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি।

সুদে-আসলে লাভ তুলতে চাইছে বিজেপি

সুদে-আসলে লাভ তুলতে চাইছে বিজেপি

বঙ্গ বিজেপি মনে করছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জঙ্গলমহল এখনও বিজেপির সঙ্গেই রয়েছে। এই ভোটব্যাঙ্ককে ধরে রাখতে কো-পর্যবেক্ষক আশা লাকড়াকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে সদ্য বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরে যে সাংগঠনিক পরিবর্তন হয়েছে, তা থেকে সুদে-আসলে লাভ তুলতে চাইছে বিজেপি।

বঙ্গ বিজেপির রোগ সারাতে রদবদল

বঙ্গ বিজেপির রোগ সারাতে রদবদল

বিজেপির সাংগঠনিক রদবদলে পর্যবেক্ষক করে আনা হয়েছে সুনীল বনসলকে। তিনি দায়িত্ব নিয়েই বুঝেছিলেন একা তাঁর পক্ষে পার্ট টাইম কাজ করে সম্ভব নয় বঙ্গ বিজেপির রোগ সারানো। তাই তিনি জেপি নাড্ডার কাছে রিপোর্ট পাঠিয়েছিলেন, বাংলায় সর্বসময়ের জন্য পর্যবেক্ষক নিয়োগ করার। সেইমতো বিহারের দোর্দন্ডপ্রতাপ নেতা মঙ্গল পাণ্ডেকে বাংলার জন্য নিয়োগ করা হয়।

আশা লাকড়াকে বিশেষ দায়িত্ব

আশা লাকড়াকে বিশেষ দায়িত্ব

শুধু পর্যবক্ষক হিসেবে মঙ্গল পাণ্ডেকে নিয়োগ করাই নয়, কো-পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয় আশা লাকড়াকে। অমিত মালব্যর দায়িত্বে রেখেই তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হয় আশা লাকড়াকে। একইসঙ্গে তাঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হল। একদিকে আদিবাসী ভোট ধরে রাখা, অন্যদিকে মহিলা ভোটকে টার্গেট করাই হল বঙ্গ বিজেপির মূল লক্ষ্য।

পর্যবেক্ষক বদলের পাশাপাশি নেতৃত্বেও বদল

পর্যবেক্ষক বদলের পাশাপাশি নেতৃত্বেও বদল

২০২১-এর ভোটে বিজেপি মোক্ষম ধাক্কা খেয়েছে। তারপর থেকে পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়কে দেখা যায়নি এ রাজ্যে। প্রায় একবছর পর্যবেক্ষক শূন্য থাকার পর সুনীল বনসলকে আনা হয় কৈলাশের পোস্টে। বাংলার পর্যবেক্ষক বদলের পাশাপাশি নেতৃত্বে বদলও হয়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবর্ত হিসেবে আসেন সুকান্ত মজুমদার।

সুনীল বনসল ও আশা লাকড়া আহতদের দেখতে ঘুরলেন বাড়ি বাড়ি, নয়া পন্থা বিজেপিরসুনীল বনসল ও আশা লাকড়া আহতদের দেখতে ঘুরলেন বাড়ি বাড়ি, নয়া পন্থা বিজেপির

English summary
BJP gives special charge to Asah Lakra for tribal vote in Pancahayat and Lok Sabha election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X