For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০ হাজার হোলটাইমার নিয়োগ! একুশের যুদ্ধ জয়ে বিজেপি তৈরি করছে তুরুপের তাস

লোকসভা নির্বাচনেই প্রমাণিত রাজ্যে বিজেপির শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ২০২১-কে তাই পাখির চোখ করেছে পদ্মশিবির। তৃণমূলের রাজত্ব কাড়তে পরিবর্তনের ঝড়় তুলতে চাইছে তারা।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনেই প্রমাণিত রাজ্যে বিজেপির শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ২০২১-কে তাই পাখির চোখ করেছে পদ্মশিবির। তৃণমূল কংগ্রেসের রাজত্ব কাড়তে পরিবর্তনের ঝড়় তুলতে চাইছে তারা। আর সেই লক্ষ্যেই রাজ্যে নিয়োগ করা হচ্ছে ৪০ হাজার হোলটাইমার। ভাতা দিয়ে এই বিপুল সংখ্যক হোলটাইমার রাখবে বিজেপি, এমনই প্রস্তাব গিয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে।

বুথে বুথে শক্তিশালী সংগঠনই লক্ষ্য

বুথে বুথে শক্তিশালী সংগঠনই লক্ষ্য

এবার লোকসভা নির্বাচনে ২ থেকে বেড়ে ১৮-য় পৌঁছেছে বিজেপি। তৃণমূলের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে তারা। তৃণমূলের ২২ থেকে মাত্র চারটি আসন পিছনে তারা। এই অবস্থায় ২০২১-এর বিধানসভায় তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। বিজেপি চাইছে জনসংযোগ বাড়িয়ে বুথে বুথে শক্তিশালী হয়ে উঠতে।

হোলটাইমার নিয়োগ করে গ্যাপ পূরণ

হোলটাইমার নিয়োগ করে গ্যাপ পূরণ

বিজেপি মনে করে, ১৮টি আসনে জিতলেও বুথে বুথে এখনও সংগঠনকে শক্তিশালী করে উঠতে পারেনি বিজেপি। এখনও খামতি রয়ে গিয়েছে বহু ক্ষেত্রেই। তাই হোলটাইমার নিয়োগ করে সেই গ্যাপ পূরণ করতে চাইছে বিজেপি। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, ৪০ হাজার সর্বক্ষণের কর্মী নিয়োগ করে ২১-এর যুদ্ধ জয় নিশ্চিত করা।

কেন্দ্রের কাঠে প্রস্তাব সর্বক্ষণের কর্মীর

কেন্দ্রের কাঠে প্রস্তাব সর্বক্ষণের কর্মীর

ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। জনসংযোগ করার লক্ষ্যে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে নামানো হবে বুথে বুথে। দলের আদর্শ তুলে ধরার পাশাপাশি সংগঠন বৃদ্ধির দিকে নজর দেবে সর্বক্ষণের কর্মীরা। এঁদেরকেই পরে নামানো হবে ভোট ময়দানে।

[আরও পড়ুন: জনতার প্রশ্নই শুনতে চাইলেন না তৃণমূলের বিধায়ক! 'দিদিকে বলো'তে হিতে বিপরীত][আরও পড়ুন: জনতার প্রশ্নই শুনতে চাইলেন না তৃণমূলের বিধায়ক! 'দিদিকে বলো'তে হিতে বিপরীত]

[আরও পড়ুন: বিজেপি নেতার বাড়িতে সটান হাজির তৃণমূল সাংসদ, 'দিদিকে বলো' অভিযানে সারলেন আহার ][আরও পড়ুন: বিজেপি নেতার বাড়িতে সটান হাজির তৃণমূল সাংসদ, 'দিদিকে বলো' অভিযানে সারলেন আহার ]

English summary
BJP gives proposal to center to recruit 40 thousands whole timer for WB. They will be card of 2021 assembly election for BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X