For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়ের কৌশলে অগ্রাধিকার বিজেপির! কৈলাশের ভূমিকায় জল্পনা বাড়ছে একুশের আগে

মুকুলকে কৌশলে অগ্রাধিকার বিজেপির! কৈলাশের ভূমিকায় জল্পনা বাড়ছে একুশের আগে

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নয়, মুকুল রায়কেই অগ্রাধিকার দিচ্ছে বিজেপি নেতৃত্ব। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়কে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। তারপর অমিত শাহের দূত হিসেবে কৈলাশের বাংলায় আসার পরই বিজেপির অন্দরে হাওয়া বদলে যায়। মুকুলকে গুরুত্ব দেওয়া শুরু করে দেন কৈলাশ।

মুকুল রায়কে বাংলার চাণক্যের সম্মান

মুকুল রায়কে বাংলার চাণক্যের সম্মান

বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় বাংলায় এসেই মুকুল রায়কে সর্বাধিক গুরুত্ব দেন। তিনি ঘোষণা করে দেন মুকুল রায় হলেন বাংলার চাণক্য। তিনি তৃণমূলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। এখন তিনি বিজেপিতে। ২০২১-এ তিনি বিজেপিকেও জেতাবেন। তিনিই বাংলায় পরিবর্তন আনবেন।

কৈলাশ-মুকুল জুটিতে ভরসা বিজেপির

কৈলাশ-মুকুল জুটিতে ভরসা বিজেপির

মুকুল রায়ের সঙ্গে প্রথম থেকেই সুসম্পর্ক বজায় রয়েছে কৈলাশের। তেমন সুসম্পর্ক দিলীপ ঘোষের সঙ্গে গড়ে ওঠেনি। কৈলাশ-মুকুলকে বিজেপিতে জুটির মর্যাদাও দিয়েছিল এক শ্রেণির সংবাদমাধ্যম। ২০২১-এও সেই দুটির উপরেই কি বেশি ভরসা করছেন মোদী-শাহরা। তেমনই ইঙ্গিত মিলেছে কৈলাশের কথায়।

কৈলাশ প্রশংসায় ভরিয়ে দেন মুকুলকে

কৈলাশ প্রশংসায় ভরিয়ে দেন মুকুলকে

বিজেপির গণতন্ত্র বাঁচাও দিবসে তেমনই এক ছবি ফুটে ওঠে বাংলার রাজনীতিতে। কৈলাশ বিজয়বর্গীয় ঢুকতেই দিলীপ ঘোষ বেরিয়ে যান। মঞ্চে মুকুল রায় থাকাকালীনই কৈলাশ বিজয়বর্গীয় প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। তাঁকে চাণক্যের আসনও দিয়ে বসেন কৈলাশ। এরপর থেকেই মুকুল রায় একটু একটু করে সক্রিয় হতে শুরু করেন।

মুকুল-দিলীপের একসঙ্গে চলার বার্তা

মুকুল-দিলীপের একসঙ্গে চলার বার্তা

দিলীপ ঘোষ তার কিছুদিন আগেই মন্তব্য করেন, তিনি একাই বাংলায় পরিবর্তন আনতে পারেন। দলের অন্দরে এরপর শুরু হয় চাপান-উতোর। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয় বাংলায় মুকুল রায় ও দিলীপ ঘোষের বিবাদ যেভাবেই হোক মেটাতে হবে। তারপর অমিত শাহের দূত হয়ে এসে কৈলাশ বিজয়বর্গীয় মুকুল-দিলীপকে একসঙ্গে নিয়ে মিটিং করেন। এবং উভয়েই একসঙ্গে চলার বার্তা দেন।

মুকুল রায়কে বিশেষ গুরুত্ব কেন

মুকুল রায়কে বিশেষ গুরুত্ব কেন

কিন্তু এরপর বাংলায় দাঁড়িয়েই মুকুল রায়কে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেন কৈলাশ বিজয়বর্গীয়। তাতেই জল্পনা তৈরি হয়, তবে কি বিজেপি নেতৃত্ব মুকুল রায়কে এবং তাঁর কৌশলকে অগ্রাধিকার দিতে চাইছে। বিজেপি মনে করছে, মুকুলই অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বাংলার ভোট জিততে। তাই তাঁকেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা।

মুকুলের অভাব বোধ তৃণমূলের! বিজেপিতে পরিসর পাচ্ছেন না মুকুলও, জল্পনা তুঙ্গেমুকুলের অভাব বোধ তৃণমূলের! বিজেপিতে পরিসর পাচ্ছেন না মুকুলও, জল্পনা তুঙ্গে

English summary
BJP gives importance to Mukul Roy before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X