For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে অক্সিজেন পেয়েছে বিজেপি, মোদী-ম্যাজিকে বাংলা জয়ের মাস্টারপ্ল্যানও তৈরি

বিহারে অক্সিজেন পেয়েছে বিজেপি, মোদী-ম্যাজিকে বাংলা জয়ের মাস্টারপ্ল্যানও তৈরি

  • |
Google Oneindia Bengali News

তেজস্বীর কড়া টক্করের পর বিহারে শেষ হাসি হেসেছেন নীতীশ কুমার। মোদী-ম্যাজিকে বিহারে ভোট বৈতরণী পারের পর এবার বিজেপির লক্ষ্য বাংলা-জয়। সেই লক্ষ্যেই অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি। ২০২১-এর এপ্রিল-মে মাসে বাংলায় ভোটের আগে বিজেপি মাস্টারপ্ল্যান তৈরি করে ফেলেছে। বিহারে যেভাবে বেড়েছে বিজেপি, সেটাই ইউএসপি হয়ে উঠছে তাদের।

বাংলাতেও ঘূঁটি সাজাচ্ছে বিজেপি

বাংলাতেও ঘূঁটি সাজাচ্ছে বিজেপি

বিজেপি বিহার জিতেছে বুথ ফেরত সমীক্ষা রিপোর্টকে ম্লান করে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা তেজস্বীকে জয়ী করেছিল। কিন্তু শেষমেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মহিলা ভোটের উপর ভিত্তি করে বিজেপি-জেডিইউ জোট বাজিমাত করেছে। বাংলাতেও সেভাবেই ঘূঁটি সাজাচ্ছে বিজেপি।

বাংলাতেও বাড়ছে বিজেপির ভোট

বাংলাতেও বাড়ছে বিজেপির ভোট

বিহারের ভোটে আগের চেয়ে অনেক বেশি আসন বাড়িয়েছে বিজেপি। ২০০৫ থেকে ২০২০- চারটি নির্বাচনেই দেখা গিয়েছে উত্তরোত্তর বেড়েছে বিজেপির ভোট। আর একইভাবে ২০১৬ সালের পর থেকে বাংলাতেও বাড়ছে বিজেপির ভোট। ২০১৬-র পর সমস্ত নির্বাচনেই বাম-কংগ্রেসকে পিছনে ফেলে তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠেছে বিজেপি।

সাবধান দিদি, মোদী আসছে

সাবধান দিদি, মোদী আসছে

এবার মোদীর কাছে বড় পরীক্ষা বাংলা। ৩১ বছরের তেজস্বীকে হারানো আর বহু উত্থান-পতনের সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এক জিনিস নয়। তাই এখন থেকেই কোমর বাঁধতে শুরু করেছে বিজেপি। তবে বিজেপি বিহার ভোটে জেতার পর স্লোগান তুলতে শুরু করেছে- সাবধান দিদি, মোদী আসছে।

বিহারের নির্বাচনে জয়ে অক্সিজেন

বিহারের নির্বাচনে জয়ে অক্সিজেন

২০১৯-এর লোকসভায় বিজেপি তৃণমূলকে জোর ধাক্কা দিয়েছে। তবে তৃণমূলের একটা বড় বল ছিল, বিজেপির একের পর এক হার। সাম্প্রতিক প্রায় সমস্ত বিধানসভা নির্বাচনে হেরেছে বিজেপি। লোকসভায় জিতলেও বিধানসভার লড়াইয়ে মুখ থুবড়ে পড়ছিল তারা। কিন্তু বিহারের নির্বাচনে জয় তাঁদের বাড়তি উদ্দীপনা জোগাল।

মোদী-ম্যাজিকের উপরই ভরসা

মোদী-ম্যাজিকের উপরই ভরসা

এবার বাংলার ভোটেও মোদী মূল প্রচারের মুখ হয়ে উঠবেন। যেভাবে বিহারে মোদী-ফ্যাক্টর কাজ করল, তারপর বঙ্গ নেতৃত্বও সেই সুযোগ নিতে চাইবে। তাই শুধু অমিত শাহ নন, নরেন্দ্র মোদীও বাংলাতে প্রচারে ঝড় তুলবেন। মোদী-ম্যাজিকের উপর ভর করেই বাংলার ভোট বৈতরণী পারের চেষ্টা থাকবে বিজেপির।

‘এবার বাংলা পারলে সামলে।’

‘এবার বাংলা পারলে সামলে।’

আর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বিহার জয়ের পর স্লাোগান তুলে দিয়েছেন। ২০২১-এ বঙ্গ বিজেপির স্লোগান হতে চলেছে- ‘এবার বাংলা পারলে সামলে।' দিলীপ ঘোষ বলেন, উত্তর-পূর্ব থেকে শুরু হয়েছে বিজেপির জয়যাত্রা। এবার পূর্বেও বিজেপির যাত্রা শুরু হয়েছে বিহার জয় দিয়ে। এরপর আমরা বাংলা জয় করেই থামব।

গেরুয়া ঝড়ে নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস? ১১ রাজ্যের ফলাফলে বিসর্জনের সুর দশ জনপথেগেরুয়া ঝড়ে নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস? ১১ রাজ্যের ফলাফলে বিসর্জনের সুর দশ জনপথে

English summary
BJP gets oxygen for Bengal Assembly Election to win Bihar with Modi magic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X