For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের 'ঠাঁই' নেই বিজেপিতে! দিলীপের নেতৃত্বে রাজ্য কমিটিতে স্থান পেলেন যাঁরা

মুকুলের ঠাঁই নেই ‘বিজেপি’তে! দিলীপের নেতৃত্বে নয়া রাজ্য কমিটিতে স্থান পেলেন যাঁরা

Google Oneindia Bengali News

একুশের বিধানসভা ভোটের লক্ষ্যে বিজেপির রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল হয়ে গেল। দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন কমিটিতে তরুণ-তুর্কি নেতার ভিড়। তৃণমূল, সিপিএম, কংগ্রেস ছেড়া আসা নেতারা বিজেপির নয়া কমিটিতে গুরুত্ব পেলেও মুকুল রায় ফের ব্রাত্যই রয়ে গেলেন। নতুন কমিটিতে কাদের প্রোমোশন হল, কে পেলেন বড় পদ, দেখে নেওয়া যাক একনজরে।

মুকুল-দিলীপ-রাহুল ঘনিষ্ঠদের নিয়ে সমন্বয়ের কমিটি

মুকুল-দিলীপ-রাহুল ঘনিষ্ঠদের নিয়ে সমন্বয়ের কমিটি

কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব মিলে সমন্বয়ের ভিত্তিতে এই কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে দিলীপ গোষ্ঠী, মুকুল গোষ্ঠী ও রাহুল গোষ্ঠীর নেতাদের রাখা হয়েছে। এই সমন্বয়ের লক্ষ্য একটাই ২০২১-এর বিধানসভা নির্বাচন। এই কমিটি নিয়ে রাজ্য নেতৃত্বে একুশের লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে।

দুই সহ সভাপতির ডিমোশন নয়া কমিটিতে

দুই সহ সভাপতির ডিমোশন নয়া কমিটিতে

ডিমোশন হয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দুজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নেতাজির প্রৌত্র চন্দ্র বসুকে। চন্দ্র বসুকে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছিল বঙ্গ বিজেপির।

রাজ্য বিজেপির নতুন কমিটির সভাপতি-সহ সভাপতি

রাজ্য বিজেপির নতুন কমিটির সভাপতি-সহ সভাপতি

সভাপতি হয়েছেন দিলীপ ঘোষ। সহ সভাপতি হয়েছেন ১২ জন। তাঁরা হলেন-
সুভাষ সরকার
বিশ্বপ্রিয় রায়চৌধুরী
প্রতাপ বন্দ্যোপাধ্যায়
রাজকমল পাঠক
বাপি মিত্র
রীতেশ তেওয়ারি
জয়প্রকাশ মজুমদার
অর্জুন সিং
অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়
দীপেন প্রামানিক
ভারতী ঘোষ
মাফুজা খাতুন

রাজ্য বিজেপির নতুন কমিটির সাধারণ সম্পাদক

রাজ্য বিজেপির নতুন কমিটির সাধারণ সম্পাদক

রাজ্য বিজেপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন-
সায়ন্তন বসু
লকেট চট্টোপাধ্যায়
জ্যোতির্ময় মাহাতো
সঞ্জয় সিং
রথীন্দ্রনাথ বসু

রাজ্য বিজেপির নতুন কমিটির সম্পাদক

রাজ্য বিজেপির নতুন কমিটির সম্পাদক

রাজ্য বিজেপির নতুন কমিটির সম্পাদক হয়েছেন ১০ জন। তাঁরা হলেন-
তুষার মুখোপাধ্যায়
দিপাঞ্জন গুহ
বিবেক সোনকার
সব্যসাচী দত্ত
ফাল্গুনী পাত্র
তনুজা চক্রবর্তী
সংঘমিত্রা চৌধুরী
শর্বরী মুখোপাধ্যায়
অরুণ হালদার
তুষার ঘোষ

বিভিন্ন মোর্চা সভাপতি হলেন যাঁরা

বিভিন্ন মোর্চা সভাপতি হলেন যাঁরা

মহিলা মোর্চার সভাপতি হয়েছেন অগ্নিমিত্রা পাল। যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার। এস সি মোর্চার সভাপতি দুলাল বর। এসটি মোর্চার সভাপতি খগেন মুর্মু। সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন।

পাখির চোখ ২০২১ -এ বাংলার মসনদ! বিজেপির চাণক্য অমিত শাহে আগামী সপ্তাহেই তাক লাগাতে চলেছেনপাখির চোখ ২০২১ -এ বাংলার মসনদ! বিজেপির চাণক্য অমিত শাহে আগামী সপ্তাহেই তাক লাগাতে চলেছেন

English summary
BJP forms new state committee in leadership of Dilip Ghosh, no Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X