For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু-গড়কে টার্গেট বিজেপির, পরিবর্তনের মাটিতে বিস্তারের চেষ্টায় মুকুল-দিলীপরা

শুভেন্দু-গড়কে টার্গেট বিজেপির, পরিবর্তনের মাটিতে বিস্তারের চেষ্টায় মুকুল-দিলীপরা

Google Oneindia Bengali News

বেছে বেছে শুভেন্দু অধিকারীর গড়কেই টার্গেট করেছে বিজেপি। রাজ্য রাজনীতিতে যে নন্দীগ্রাম থেকে পরিবর্তনের সূচনা হয়েছিল, সেই মাটি থেকেই রাজ্যে বিস্তারের চেষ্টা শুরু করেছেন মুকুল রায়-দিলীপ ঘোষরা। তৃণমূলের দলাদলি আর শুভেন্দু অধিকারীর নিস্পৃহতা কাজে লাগিয়ে বিজেপি নতুন অঙ্ক কষতে শুরু করেছে নন্দীগ্রামে।

বিজেপির বাড়বাড়ন্ত, চ্যালেঞ্জ শুভেন্দু-গড়ে

বিজেপির বাড়বাড়ন্ত, চ্যালেঞ্জ শুভেন্দু-গড়ে

সাম্প্রতিক অতীতে শুভেন্দু-গড়ে বিজেপির আনাগোনা বে়ড়েছে। বিজেপি তৃণমূলকে ভাঙিয়ে এখানে বেড়ে ওঠার চেষ্টা করছে বেশ কিছউদিন ধরেই। ২০১৬-র বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির বাড়বাড়ন্ত শুরু হয়েছে নন্দীগ্রামে। ২০১৯-এর ভোটে বিজেপি চ্যালেঞ্জ ছুড়েই দিয়েছিল, এখন আরও পোক্ত তারা।

তৃণমূলের ভোট গ্রাম নিম্নমুখী, বিজেপি বাড়ছে

তৃণমূলের ভোট গ্রাম নিম্নমুখী, বিজেপি বাড়ছে

২০১৬ সালে নন্দীগ্রামে ৮১ হাজার ভোটে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর ওই বছরই লোকসভা উপনির্বাচনে দিব্যেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে লিড নিয়েছিলেন ১ লক্ষ ৪০ হাজার তারপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে দেখা যায় নন্দীগ্রাম থেকে মাত্র ৬৮ হাজারের লিড পেয়েছেন তিনি। অর্থাৎ লিড অর্ধেক হয়ে গিয়েছে।

শুভেন্দু-গড়ে থাবা বসানোর সুয়োগ বিজেপির

শুভেন্দু-গড়ে থাবা বসানোর সুয়োগ বিজেপির

সেই নিরিখেই বিজেপি শুভেন্দু-গড়ে থাবা বসানোর সুয়োগ পেয়ে গিয়েছে। মাত্র তিন বছরের ব্যবধানে যদি লিড অর্ধেক করে দিতে পারে বিজেপি, তাহলে তৃণমূলকে এই শক্ত ঘাঁটিতে মাত দেওয়া সম্ভব হবে। পরিকল্পনা করে তৃণমূলের হাত থেকে সমস্ত ‘পিক-পয়েন্ট' কেড়ে নেওয়াই বিজেপির উদ্দেশ্য। সেইমতোই ঘূঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির।

তৃণমূলের থেকে পালাবদলের ক্ষেত্র কাড়ছে বিজেপি

তৃণমূলের থেকে পালাবদলের ক্ষেত্র কাড়ছে বিজেপি

পাহাড় থেকে তৃণমূলকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে বিজেপি। জঙ্গলমহল থেকে কেড়ে নিয়েছে তৃণমূলের হাসি। তারপর সিঙ্গুরেও তৃণমূলের বিষদাঁত ভেঙে দিয়েছে তারা। ২০১৯ এক লহমায় তৃণমূলকে ধাক্কা দিয়ে গিয়েছে। নন্দীগ্রামে সেভাবে প্রভাব ফেলতে না পারলেও, এবার তারা টার্গেট করেছে তৃণূমূলের ভোট হ্রাস আর বিজেপির বৃদ্ধির অঙ্ককে কাজে লাগিয়ে।

২০১৬ থেকে ২০১৯ : বিজেপির ভোট বৃদ্ধির অঙ্ক

২০১৬ থেকে ২০১৯ : বিজেপির ভোট বৃদ্ধির অঙ্ক

বিজেপি এমনই এক হিসেবে নিয়ে এখন অঘ্ক কষছে যে, ২০১৬ সালে নন্দীগ্রামে বিজেপির ভোট ছিল মাত্র ১০ হাজার। ২০১৯-এ সেখানে ভোট বেড়ে হয়েছে ৬২ হাজার। এই বিপুল ভোট বৃদ্ধিই অক্সিজেন জোগাচ্ছে বিজেপিকে। এখানে ভোট কমেছে তৃণমূলের, বেড়েছে বিজেপির। আর উল্লেখযোগ্য ভাবে ভোটব্যাঙ্কে পতন দেখা দিয়েছে সিপিএমের।

শুভেন্দু নিস্পৃহ, বিজেপির কাছে বিরাট সুযোগ

শুভেন্দু নিস্পৃহ, বিজেপির কাছে বিরাট সুযোগ

এই নন্দীগ্রামে সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ উঠেছে। বহু নেতা স্বজনপোষণের অভিযোগে অভিযুক্ত। তার উপর নন্দীগ্রাম তথা পূর্বে মেদিনীপুরে যাঁর উপর দাঁড়িয়ে রয়েছে তৃণমূল, সেই শুভেন্দু অধিকারী বর্তমানে নিস্পৃহ। তিনি তৃণমূলের সঙ্গে দূরত্ব রেখে চলছেন, পৃথক জনসংযোগ করছেন। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে বিজেপি।

 হাথরাসে প্রিয়াঙ্কা গান্ধীর পোশাকে হাত উর্দিধারীর!যোগীর পুলিশের সমালোচনায় মহারাষ্ট্রের বিজেপি নেত্রী হাথরাসে প্রিয়াঙ্কা গান্ধীর পোশাকে হাত উর্দিধারীর!যোগীর পুলিশের সমালোচনায় মহারাষ্ট্রের বিজেপি নেত্রী

English summary
BJP fixes target on Subhendu Adhikari’s Nandigram in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X