For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বাংলায় এই প্রথমবার ‘অ্যাডভান্টেজে’ বিজেপি! তৃণমূল কংগ্রেস তাল ঠুকছে ‘কামব্যাকে’র

ফের রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। এক মাসও বাকি নেই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের। তার আগে তৃমমূল কংগ্রেস ও বিজেপি তাল ঠুকছে কঠিন লড়াইয়ের।

Google Oneindia Bengali News

ফের রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। এক মাসও বাকি নেই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের। তার আগে তৃণমূল কংগ্রেস ও বিজেপি তাল ঠুকছে কঠিন লড়াইয়ের। কে জিতবে তিন কেন্দ্রে। রাজ্যে কি তৃণমূলের বিজয়রথ অটুট থাকবে, নাকি তৃণমূলের রাজ্যে থাবা বসাবে গেরুয়া ব্রিগেড, তা নিয়ে চর্চা তুঙ্গে।

বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি

বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি

আর এই নির্বাচনী তরজাতে উঠে আসছে বিজেপির সম্ভাবনার কথা। বিগত লোকসভা নির্বাচনের ফলাফলেই বিজেপি আশায় বুক বাঁধছে। তিনটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল মাত্র একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে, তাও ব্যবধান স্বল্প। এই পরিস্থিতিতে তৃণমূল রাজ্যে কামব্যাক করতে পারে কি না, তা নিয়েও চলছে চর্চা।

তৃণমূল-বিজেপির ব্যবধান

তৃণমূল-বিজেপির ব্যবধান

রাজ্যে যে তিনটি কেন্দ্রে ভোট তার একটি করে দখলে ছিল কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের। করিমপুরে কেন্দ্রটি ছিল তৃণমূলের। এই কেন্দ্রে লোকসভায় তৃণমূল ১৪ হাজারের বেশি ভোট এগিয়েছিল। বিজেপির জেতা খড়গপুর আসনটিতে গেরুয়া শিবিরেরই প্রাধান্য ছিল। ৪৫ হাজারেরও বেশি ভোটে এই কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি। আর কংগ্রেসের কালিয়াগঞ্জেও এগিয়ে বিজেপি। তৃণমূলের সঙ্গে ব্যবধান ৫৬ হাজারেরও বেশি।

বিজেপি প্রবল প্রতাপে চ্যালেঞ্জার

বিজেপি প্রবল প্রতাপে চ্যালেঞ্জার

বিগত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৩টির মধ্যে তৃণমূল ২১১টি আসনে জয়ী হয়। তারপর থেকে যত উপনির্বাচন হয়েছে তৃণমূলেরই জয়জয়কার হয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচন থেকেই পাশা ঘুরে গিয়েছে। বিজেপি প্রবল প্রতাপ নিয়ে তৃণমূলের চ্যালে়ঞ্জার হয়ে উঠেছে।

তিন কেন্দ্র, কী হয় কী হয়

তিন কেন্দ্র, কী হয় কী হয়

শুধু লোকসভায় ৪২টির মধ্যে ১৮টি কেন্দ্রে জয়ী হয়েই ক্ষান্ত হয়নি বিজেপি, বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তৃণমূলের কাছে থেকে পর্যন্ত আসন ছিনিয়ে নিয়েছে। এমনকী মদন মিত্রের মতো হেভিওয়েটকে দাঁড় করিয়েও তৃণমূল শেষরক্ষা করতে পারেনি। এবার তিন কেন্দ্রে কী হয়, তা-ই খানিকটা দিক নির্ণয় করে দেবে আগামী ২০২১ নির্বাচনের।

বিজেপিকে আটকাতে মরিয়া তৃণমূল

বিজেপিকে আটকাতে মরিয়া তৃণমূল

বিজেপি তিনটি আসনেই জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়ে পড়ে্ছে। তৃণমূলও নিজেদের আসন দখল রাখার সঙ্গে সঙ্গে বাকি দুটি আসনে জিততে মরিয়া। এই অবস্থায় জোট গড়ে কতটা লড়াই দিতে পারে বিজেপি ও তৃণমূলকে- তাই দেখার। তৃণমূলের যুক্তি, এবার ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। এই ভোট কিন্তু লোকসভা নয় বা লোকসভার সঙ্গেও নয়। তাই জিতব আমরাই।

তৃণমূলে ফিরছেন শোভন, শীর্ষনেতৃত্বকে খোঁটা দিয়ে 'গোপন কথা' ফাঁস বিজেপি নেতারতৃণমূলে ফিরছেন শোভন, শীর্ষনেতৃত্বকে খোঁটা দিয়ে 'গোপন কথা' ফাঁস বিজেপি নেতার

English summary
BJP first time is in advantage position in Mamata Banerjee’s Bengal. TMC wants to comeback from this by election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X