For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯ বছরের সরকারকে ৯ দফা চার্জশিট! বাংলাকে মমতার 'অপশাসন' মুক্ত করতে ফোন নম্বর দিল বিজেপি

৯ বছরের সরকারকে ৯ দফা চার্জশিট! বাংলাকে মমতার 'অপশাসন' মুক্ত করতে ফোন নম্বর দিল বিজেপি

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের শাসন চলছে নয় বছর ধরে। সেই সরকারের বিরুদ্ধে নয় দফা চার্জশিট পেশ করল বিজেপি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের অভিযোগ করে তা মুক্ত করতে 97272 94294 ফোন নম্বরে মিসড কল দেওয়ার আহ্বান করা হয়েছে বিজেপির প্রচার পত্রে।

করোনা সংকট-স্বাস্থ্য সংকট, মমতা ডাহা ফেল

করোনা সংকট-স্বাস্থ্য সংকট, মমতা ডাহা ফেল

করোনার সংকট মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডাহা ফেল বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। মৃতের সংখ্যায় গরমিল থেকে শুরু করে নমুনা পরীক্ষা কম করার অভিযোগ তোলা হয়েছে। পিপিই কিটসের মতো সুরক্ষা কবজ তুলে দিতেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

আম্ফান ও মমতার সরকারের অপদার্থতা

আম্ফান ও মমতার সরকারের অপদার্থতা

মমতার সরকারের অপদার্থতা ঘূর্ণিঝড় আম্ফান দেখিয়ে দিয়েছে বলে দাবি করেছে বিজেপি। তাঁদের দাবি এই অপদার্থতার কারণেই লক্ষ লক্ষ মানুষ সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড় বিদায়ের ১০০ ঘন্টা পরেও রাজ্য সরকার দুর্গত এলাকায় ত্রাণ, পাণীয় জল, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে পারেনি।

তৃণমূলের রেশন দুর্নীতি

তৃণমূলের রেশন দুর্নীতি

তৃণমূল রেশন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ বিজেপির। প্রধানমন্ত্রী ঘোষণা মতো পাঁচ কিলো চাল বা গম এবং এককেজি করে ডাল বিনামূল্যে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু গরিব মানুষের পেটে লাথি মেরে রেশনের চাল তৃণমূল চুরি করেছে বলে অভিযোগ করেছে বিজেপি।

 আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ

আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ

রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও অভিযোগ তুলেছে বিজেপি। রাজ্যে গণতন্ত্রের হত্যার অভিযোগ তোলার পাশাপাশি পুলিশ সুশৃঙ্খল বাহিনী থেকে বিপর্যস্ত বাহিনীতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।

 রাজ্যের ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থা ও শিল্পের আকাল

রাজ্যের ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থা ও শিল্পের আকাল

বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অব্যবস্থার ফলে রাজ্যের দেননি। তাতে রাজ্যের ক্ষতি হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্প দুর্নীতির জালে জড়িয়েছে। একদিকে যখন শিল্পের অভাব তখন অন্যদিকে খেলা-মেলা-মোচ্ছবে দেদার টাকা খরচ করা হচ্ছে।

রাজ্যে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা

রাজ্যে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা

রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ বিজেপির। তাদের আরও অভিযোগ রাজ্যের শিক্ষা দফতর আজ রাজনৈতিক কুস্তির আখড়া। প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক না থাকার অভিযোগ করা হয়েছে।

কৃষক বিরোধী মমতা

কৃষক বিরোধী মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃষক বিরোধী হিসেবে তুলে ধরা হয়েছে বিজেপি প্রচারে। তাদের অভিযোগ, স্বার্থপর রাজনীতির কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে বছরে ৭০ লক্ষের বেশি কৃষককে ৬০০০ টাকা পাওয়া বন্ধ করে দিয়েছেন। কৃষিপণ্য বিক্রির সময় কৃষরা ন্যূনতম দাম পান না বলে অভিযোগ তুলেছে বিজেপি।

কাটমানি ও দুর্নীতির মমতা

কাটমানি ও দুর্নীতির মমতা

বিজেপির অভিযোগ তৃণমূলের সময়ে যে দুর্নীতি বাংলায় হচ্ছে, তা বাম আমলকেও লজ্জায় ফেলে দিচ্ছে। এব্যাপারে নারদার পাশাপাশি সারদা ও রোজভ্যালি চিটফান্ডের কথা উল্লেখ করা হয়েছে। বিজেপি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পার্টির লোকেদেরই কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০১৪ সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকেরা ফুলে ফেঁপে উঠেছে বলে অভিযোগ বিজেপির।

হিন্দু বিরোধী ও শরণার্থী বিরোধী মমতা

হিন্দু বিরোধী ও শরণার্থী বিরোধী মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী ও শরণার্থী বিরোধী বলে মন্তব্য করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণমূলক ভোটব্যাঙ্ক রাজনীতির অভিযোগ তোলা হয়েছে। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি, যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়া ভাল-র উল্লেখ করা হয়েছে বিজেপির প্রচার পত্রে।

মমতার কৌশলে ঘুম উড়তে চলেছে প্রশাসক অশোকের, নয়া সিদ্ধান্তে রাজ্য রাজনীতি উত্তালমমতার কৌশলে ঘুম উড়তে চলেছে প্রশাসক অশোকের, নয়া সিদ্ধান্তে রাজ্য রাজনীতি উত্তাল

English summary
BJP files chargesheet against 9 year old Mamata Banerjee led West Bengal Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X