বিজেপি তাঁকে দেখে ভয় পাচ্ছে! ব্যাখ্যা করলেন জ্যোতিপ্রিয়
সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন অংশ অশান্ত। উত্তর ২৪ পরগনা এর বাইরে নয়। জেলার বারাসত এবং বসিরহাট মহকুমায় এনিয়ে উত্তেজনা রয়েছে। বিজেপি পুরো বিষয়টির জন্য দায়ী করেছে তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এরই প্রতিক্রিয়ায় জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন বিজেপি তাঁকে দেখে আঁতকে ওঠে, ভয় পায়।

উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে আমডাঙা, ব্যারাকপুর বারাসত রোডের বিস্তীর্ণ এলাকা সর্বত্রই কোনও না কোনও দিনে অবরোধের ছবি। এইসব অবরোধ বিক্ষোভের জন্য জ্যোতিপ্রিয় মল্লিককেই দায়ী করেছিল বিজেপি। তারই জবাব দিয়েছেন জ্যোতিপ্রিয়।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, তাঁকে স্বপ্নে দেখে বিজেপি। তাঁকে দেখলে আঁতকে ওঠে রাতে। বিজেপি তাঁকে ভয় পায়। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশ্ন ভয় পেলে তিনি কী করবেন, তিনি তো ভূত নন। এরপরেই জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তিনি দুষ্কৃতী নিয়ে চলেন না। তিনি সমাজবিরোধীদের প্রশ্রয় দেন না, দাবি করেন রাজ্যেক প্রভাবশালী এই মন্ত্রী। তিনি বলেন, বিজেপি ভয় পাওয়ায় তিনি দুঃখিত। যদিও তিনি দেখতে খুব একটা খারাপ নন।