For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন

সন্দেশখালির ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়ে সিবিআই তদন্তের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মৃত কার্তিক মণ্ডলের স্ত্রী পদ্মা মন্ডল।

  • |
Google Oneindia Bengali News

সন্দেশখালির ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়ে সিবিআই তদন্তের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মৃত কার্তিক মণ্ডলের স্ত্রী পদ্মা মন্ডল। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি দেবংশু বসাকের এজলাসে।

সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন

উল্লেখ্য, রাজনৈতিক সংঘর্ষের জেরে গত ৮ জুন রক্তাক্ত চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মৃত্যু হয় উভয় পক্ষের তিন জনের। একজন তৃণমূল কর্মী কায়ুম মোল্লা, বাকি দুজন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল। এই ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

দুই বিজেপি কর্মীর পরিবারের তরফে আইনজীবী ব্রজেশ ঝা জানান, 'এই ঘটনায় পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে না। স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখ এই ঘটনার মূল অভিযুক্ত। তার নেতৃত্বে হামলা চালানো হয়। বাড়ি বাড়ি হামলা চালিয়ে গুলি করা হয়েছে বিজেপি কর্মীদের।

ঘটনার দুমাস পেরোতে চলল, তার সত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। মূল অভিযুক্ত ঘুরে বেড়ানো সত্বেও পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়ে মৃতের পরিবার আদালতের দ্বারস্থ হয়েছে।

English summary
BJP families demand CBI investigation on Sandeshkhali murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X