For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৈশাখী-ঝড় উঠে গেল বিজেপির অন্দরেও, বেসামাল হবে না তো দিলীপ অ্যান্ড কোং-এর তরী!

প্রথম দিনেই বৈশাখী ঝড়ে বেসামাল হয়ে পড়ল রাজ্য বিজেপি। শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বৈশাখী এদিন প্রথমবার বিজেপির রাজ্য দফতরে পা দিয়েছিলেন।

Google Oneindia Bengali News

প্রথম দিনেই বৈশাখী ঝড়ে বেসামাল হয়ে পড়ল রাজ্য বিজেপি নেতৃত্ব। শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বৈশাখী এদিন প্রথমবার বিজেপির রাজ্য দফতরে পা দিয়েছিলেন। তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানে পদে পদে ঠক্কর খেতে হল বিজেপিকে। খোদ রাজ্য সভাপতিই পড়লেন বেজায় বিড়ম্বনায়। যা নিয়ে বিজেপির অন্দরেও বিতর্ক দানা বাঁধল।

আমন্ত্রণে ত্রুটি

আমন্ত্রণে ত্রুটি

প্রথম বিড়ম্বনা আমন্ত্রণপত্র নিয়ে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার জন্য শোভন-বৈশাখীকে সংবর্ধনা দেবেন দিলীপ ঘোষ। সাজানো হয়েছিল অনু্ষ্ঠান। আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছিল। কিন্তু দেখা যায়, সেই আমন্ত্রণপত্রে বৈশাখীর নাম নেই। তা নিয়ে সটান কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ ঠুকে দিয়েছিলেন তিনি।

ভাত-ডাল তত্ত্ব

ভাত-ডাল তত্ত্ব

সাংবাদিক সম্মেলনে এসে ভুল স্বীকার করে বিড়ম্বনা এড়ানোর চেষ্টা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেও বিপত্তি। সাংবাদিক সম্মেলনেই শোভন ও বৈশাখীকে পাশে বসিয়ে রসিকতা করতে গিয়ে ডাকলেন বিপদ। তিনি রসিকতার সুরে বলেন, আমরা সকলেই জানি শোভনদা ও বৈশাখীদি ভাত-ডালের মতো।

আগুনে ঘৃতাহুতি

আগুনে ঘৃতাহুতি

দিলীপের এই মন্তব্যে আগুনে ঘি পড়ল। বৈশাখীর আদৌ পছন্দ হয়নি এই রসিকতা। তিনি তির্যক মন্তব্য করতে পিছপা হলেন না। রাজ্য সভাপতি তো কী হয়েছে, সোজাসাপ্টা মন্তব্যে তিনি বুঝিয়ে দিলেন তাঁর দৃঢ়তা। বৈশাখী বলেন, শোভনদা ভাত হলে আমি ডালের মতো মিশে যাব এই ধারমা ভুল। আর আমি ভাত হলে শোভনদাকে বহন করার ক্ষমতা আমার নেই।

শোভন-বৈশাখী আগমন

শোভন-বৈশাখী আগমন

তারপর শোভন-বৈশাখী কিছু ব্যবহার দিলীপ অনুগামীরা ভালো চোখে নেননি। তাঁদের আসার কথা ছিল দুটোয়। অপেক্ষায় বসে রয়েছে খোদ রাজ্য সভাপতি। শোভন-বৈশাখীরা এলেন তিনটেয়। এটা নিয়ে আড়ালে ক্ষোভ জানাতেও ভুললেন না দিলীপ-অনুগামীরা।

বৈঠকে নিষেধাজ্ঞা

বৈঠকে নিষেধাজ্ঞা

আর সংবর্ধনা শেষে দিলীপ ঘোষ বৈঠকে বলেছিলেন বিধায়কদের নিয়ে। সেই বৈঠকে ডাক পড়েছিল শোভন চট্টোপাধ্যায়েরও। তিনি গেলেও যেতে পারেননি বৈশাখী। তিনি বৈঠকে থাকার চেষ্টা করেছিলেন। দিলীপ ঘোষই নিষেধ করে দেন। কেননা বৈঠকটা ছিল বিধায়কদের। বৈশাখী বিধায়ক নন। তাঁকে বাইরে অপেক্ষা করতে বললে, তিনি সটান গাড়িতে গিয়ে বসেন। প্রথম দিনেই এই ব্যবহারে ক্ষুব্ধ অনেকেই।

[আরও পড়ুন: চিদম্বরমের চরিত্রকে কালিমালিপ্ত করা হচ্ছে, মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুলের][আরও পড়ুন: চিদম্বরমের চরিত্রকে কালিমালিপ্ত করা হচ্ছে, মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুলের]

English summary
BJP faces trouble to Baishakhi Banerjee’s first appearance in party office. Dilip Ghosh creates problem also to his jokes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X