For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে শুরু আড়াআড়ি ফাটল! একুশে বিধানসভা নির্বাচনের আগে চর্চায় মুকুল-দিলীপ দ্বন্দ্ব

বিগত কয়েকমাস ধরে মুকুল রায় সক্রিয় হচ্ছেন না বিজেপিতে। তাঁর আক্রমণে আগের ঝাঁঝ দেখা যাচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির কর্মসূচিতেও সেভাবে দেখা যাচ্ছে না তাঁকে।

Google Oneindia Bengali News

বিগত কয়েকমাস ধরে মুকুল রায় সক্রিয় হচ্ছেন না বিজেপিতে। তাঁর আক্রমণে আগের ঝাঁঝ দেখা যাচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির কর্মসূচিতেও সেভাবে দেখা যাচ্ছে না তাঁকে। অমিত শাহের ভার্চুয়াল সমাবেশ ছাড়া নিয়মিত যে বৈঠক গুলি হচ্ছে একটিতেও তিনি সক্রিয় হননি। এই অবস্থায় দিল্লির বৈঠক ত্যাগ করে মুকুলের কলকাতায় ফিরে আসা নিয়ে প্রশ্ন উঠে পড়ল।

মুকুল রায় ও দিলীপ ঘোষের পরস্পরবিরোধী কথা

মুকুল রায় ও দিলীপ ঘোষের পরস্পরবিরোধী কথা

তবে কি বঙ্গ বিজেপিতে ২০২১ নির্বাচনের আগে ফাটল স্পষ্ট হয়ে উঠল। কেননা মুকুল রায় ও দিলীপ ঘোষ পরস্পরবিরোধী কথা বলছেন। মুকুল রায় বলছেন তিনি জানতেন চার-পাঁচদিন ধরে বৈঠক চলবে। দিলীপ ঘোষ প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকেই জানেন এই বৈঠকের নির্ঘণ্ট। মুকুলদা জানবেন না, তা হতে পারে না।

রাজনীতি অন্তপ্রাণ মুকুল বৈঠক ছাড়লেন

রাজনীতি অন্তপ্রাণ মুকুল বৈঠক ছাড়লেন

ফলস্বরূপ মুকুল রায় কলকাতায় ফিরে যে ব্যাখ্যা দিয়েছেন, তা অনেকের মতেই যুক্তিসঙ্গত নয়। বিতর্ক এড়াতেই তিনি ওইসব যুক্তি খাঁড়া করছেন বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত। না হলে মুকুল রায়ের মতো রাজনীতি অন্তপ্রাণ নেতা একুশের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে শুধু চোখের ডাক্তা দেখানোর জন্য ফিরে আসবেন একদিন পরেই, তা মানা যায় না।

দিলীপের জবাবে ঠান্ডা লড়াইয়ের আভাস

দিলীপের জবাবে ঠান্ডা লড়াইয়ের আভাস

মুকুল রায় যে ব্যাখ্যাই দিন দিলীপের জবাবে ঠান্ডা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দিলীপ তো স্পষ্ট করেই বলে দিয়েছেন, অন্য কারও ব্যাপারে আমার পক্ষে বলা ঠিক হবে না। তবে আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে চার-পাঁচ দিনের জন্য চলে আসুন, আমি সঙ্গে সঙ্গে বডি ফেলে দিয়েছি দিল্লিতে। যদিও তিনি মুকুল রায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মানতে নারাজ।

মুকুল রায় ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেন

মুকুল রায় ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেন

মুকুল রায় ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছিলেন, তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। দিল্লির শীর্ষ নেতাদের কাছে বিষয়টি জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আসলে দিলীপ ঘোষের নেতৃত্বে তাঁর কাজ করতে সমস্যা হচ্ছে। রাজ্যে যাঁদের সঙ্গে বিজেপির লড়াই, সেই দলে তিনি সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন। সেখানে স্বাধীনতা ছিল তাঁর। বিজেপিতে সেটাই বিরল।

দিলীপ বনাম মুকুলের দ্বন্দ্বেই বিজেপিতে আড়াআড়ি ফাটল!

দিলীপ বনাম মুকুলের দ্বন্দ্বেই বিজেপিতে আড়াআড়ি ফাটল!

এই অবস্থায় বিজেপি চাইছে মুকুল রায়ের গুরুত্ব বাড়াতে। কিন্তু সেখানেও অযথা বিলম্ব বাংলায় বিজেপিতে ফাটল তৈরি করেছে। আগে যেমন দুটো গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ ছিল। এখনও তেমনই। আগে ছিল দিলীপ গোষ্ঠী বনাম রাহুল গোষ্ঠী। এখন সেখানে রাহুল গোষ্ঠীর জায়গায় এসেছে মুকুল গোষ্ঠী। অর্থাৎ দিলীপ বনাম মুকুলের দ্বন্দ্বেই বিজেপিতে আড়াআড়ি ফাটল তৈরি হতে চলেছে ২০২১-এর আগে।

মতানৈক্যের জেরেই মুকুল বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন

মতানৈক্যের জেরেই মুকুল বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন

উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে দিল্লিতে পাঁচ-ছ-দিনের বৈঠক বসেছে বিজেপি। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় স্তরের সেই বৈঠক ছেড়ে মুকুল রায়ের কলকাতায় ফেরা নিয়ে জলঘোলা তৈরি হয়েছে। অভিযোগ, দলের মধ্যে তীব্র মতানৈক্যের জেরেই মুকুল বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। স্পষ্ট হয়ে যায় বিজেপির বিভাজন।

বিতর্ক ধামাচাপা দিতে মুকুল রায়ের ডিফেন্স

বিতর্ক ধামাচাপা দিতে মুকুল রায়ের ডিফেন্স

বিতর্ক ধামাচাপা দিতে মুকুল রায় বলেন, পাঁচ-ছ'দিন ধরে বৈঠক হবে আমি জানতাম না। কলকাতায় আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই ফিরতে হয়েছে। আমার রেটিনায় সমস্যা রয়েছে, একটা ইঞ্জেকশন নিতে হবে। সেই ডেট ঠিক করা ছিল আগে থেকেই। তাই আমাকে ফিরতে হল। আর ন-মাস পরে নির্বাচন। তাই এর বাইরে ভাবার কোনও অবকাশ নেই। বিজেপি সর্বশক্তি দিয়ে বাংলা দখলে ঝাঁপাবে।

English summary
BJP faces great trouble before 2021 Election due to Dilip Ghosh versus Mukul Roy. Mukul Roy and Dilip Ghosh create speculation of broken in BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X