For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল-ঘনিষ্ঠ নেতার পদত্যাগে বিপাকে বিজেপি, তফশিলি ভোটব্যাঙ্কে নামতে পারে আঘাত

মুকুল-ঘনিষ্ঠ নেতার পদত্যাগে বিপাকে বিজেপি, তফশিলি ভোটব্যাঙ্কে নামতে পারে আঘাত

Google Oneindia Bengali News

মতুয়া ভোট রাখতে গিয়ে এসসি-এসটি ভোটে কোপ পড়তে পারে বিজেপির। মতুয়া মহল থেকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু এসসি-এসটি মোর্চার কাউকেই প্রার্থী করা হয়নি। তাই এসসি-এসটি মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন দুলাল বর। দলের সঙ্গে ধাপে ধাপে সম্পর্ক ছিন্ন করবেন বলেও জানান তিনি।

বিজেপির এসসি-এসটি মোর্চার সভাপতির পদত্যাগ

বিজেপির এসসি-এসটি মোর্চার সভাপতির পদত্যাগ

মুকুল রায় ঘনিষ্ঠ নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। তারপর মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদান করে তিনি দলের এসসি-এসটি মোর্চার সভাপতি হন। কিন্তু বাগদার বিদায়ী বিধায়ক বিজেপির এসসি-এসটি মোর্চার সভাপতি পদ ছেড়ে ক্ষোভ উগরে দিয়ে জানালেন, এই পদের কোনও গুরুত্বই নেই দলে।

এসসি-এসটি মোর্চার কাউকেই প্রার্থী করনি বিজেপি

এসসি-এসটি মোর্চার কাউকেই প্রার্থী করনি বিজেপি

দুলাল বর অভিযোগ করেন, দলের এসসি-এসটি মোর্চা রয়েছে। অথচ সেই শাখার একজনকেও প্রার্থী করা হল না। বাগদার বিদায়ী বিধায়ক বলেন, আমাকে প্রার্থী করা হয়নি, তার জন্য কোনও দুঃখ নেই। কিন্তু এসসি-এসটি মোর্চার কাউকে তো প্রার্থী করতে পারত বিজেপি। আমি এই পদে থেকে নিত্য অপমানিত হচ্ছি।

তফশিলি ভোটে প্রভাব পড়বে প্রার্থী বিতর্কে!

তফশিলি ভোটে প্রভাব পড়বে প্রার্থী বিতর্কে!

বিজেপি এবার এসসি-এসটি মোর্চার কাউকে প্রার্থী না করায় তফশিলি ভোটে প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি মঙ্গলবার ১৩ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে মতুয়া মহাসঙ্ঘের সুব্রত ঠাকুরকে প্রার্থী করা হয়েছে গাইঘাটা থেকে। কিন্তু বাগদা থেকে প্রার্থী করা হয়নি এসসি-এসটি মোর্চার সভাপতি বা অন্য কাউকে।

ধীরে ধীরে দলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করবেন

ধীরে ধীরে দলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করবেন

বাগদা থেকে প্রার্থী করা হয়েছে বিজেপিতে বেসুরো আর এক মুকুল ঘনিষ্ঠ বিধায়ক বিশ্বজিৎ দাসকে। তিনি বনগাঁ উত্তরের প্রার্থী ছিলেন। তাঁকে নিজের আসনে প্রার্থী না করে দুলাল বরের কেন্দ্রে ঠেলে দেওয়া হয়েছে। এরপরই দুলাল বর পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি পরিষ্কার করে দেন তিনি ধীরে ধীরে দলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করবেন।

বিজেপি এসসি-এসটি মোর্চার নামে ব্যবসা করছে

বিজেপি এসসি-এসটি মোর্চার নামে ব্যবসা করছে

বাগদা কেন্দ্রের প্রার্থী নিয়ে দীর্ঘদিন ধরেই চাপানউতোর চলছিল। বিজেপির দুই গোষ্ঠী মতুয়া মহলের শান্তনু ঠাকুর ও এসসি-এসটি মোর্চার দুলাল বরের মধ্যে প্রার্থী নিয়ে চাপানউতোর চলছিল। শেষপর্যন্ত বিজেপি শান্তনু ঠাকুরের প্রস্তাবকেই মান্যতা দেয়। দুলাল বর এরপর পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি দল ছাড়ার আগেই হুঙ্কার ছাড়েন বিজেপি এসসি-এসটি মোর্চার নামে ব্যবসা করছে।

<strong>আরও এক তৃণমূল প্রার্থীর মনোনয়ন ঘিরে প্রশ্ন তুলতে শুরু করলেন রাজীবরা, কোন ইস্যুতে কমিশনের দ্বারস্থ বিজেপি </strong>আরও এক তৃণমূল প্রার্থীর মনোনয়ন ঘিরে প্রশ্ন তুলতে শুরু করলেন রাজীবরা, কোন ইস্যুতে কমিশনের দ্বারস্থ বিজেপি

English summary
BJP faces great trouble after resign of SC-ST morcha president before Bengal Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X