For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভন চট্টোপাধ্যায় আর বিজেপির মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন! রাজ্যসভার সাংসদ পদে সাপ-লুডোর খেলা

শোভনকে নিয়ে পাঁচ মাস ধরে ছুঁচো গেলার অবস্থা তৈরি হয়েছে বিজেপির। সোভন আর রাজ্য বিজেপির মধ্যে এখন কাঁটা হয়ে অবস্থান করছেন একজন তৃতীয় এক ব্যক্তি।

  • |
Google Oneindia Bengali News

শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে পাঁচ মাস ধরে ছুঁচো গেলার অবস্থা তৈরি হয়েছে বিজেপির। শোভন আর রাজ্য বিজেপির মধ্যে এখন কাঁটা হয়ে অবস্থান করছেন একজন তৃতীয় এক ব্যক্তি। যার ফলে শোভনের মানভঞ্জন পর্বে ফ্রন্টফুটে খেলতে পারছে না বিজেপি। কেন্দ্রীয় বিজেপি ডাক দিয়েছে শোভনকে। এখন তিনি কি সাড়া দেবেন? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

শোভন-বিজেপির মধ্যে বাধা

শোভন-বিজেপির মধ্যে বাধা

বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েই দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন আসন্ন পুর নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে চাই। তাঁর মতো অভিজ্ঞ মুখ প্রয়োজন গেরুয়া শিবিররের। সেই কারণেই কথাবার্তা শুরু করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তৃতীয় এক ব্যক্তির উপস্থিতিই বাধার সৃষ্টি করছে।

তৃতীয় ব্যক্তির নজরে রাজ্যসভার সাংসদ পদ

তৃতীয় ব্যক্তির নজরে রাজ্যসভার সাংসদ পদ

সূত্রের খবর তৃতীয় ব্যক্তি রাজ্যসভার সাংসদ হতে চাইছেন। এর পিছনে তৃণমূলের চাল রয়েছে। বিজেপি তাই ধীরে চলো নীতি নিয়েছে। বঙ্গ বিজেপি শোভনকে সক্রিয় করতে কেন্দ্রীয় নেতৃত্বের উপরই ভরসা রাখছে। নাড্ডার হাতে ধরে শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই নাড্ডার উপরই ভরসা রাখছেন দিলীপ ঘোষরা।

শোভন চট্টোপাধ্যায়কে দিল্লিতে তলব

শোভন চট্টোপাধ্যায়কে দিল্লিতে তলব

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনার জন্য শোভন চট্টোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল। কিন্তু শোভন ব্যস্ততার বড়াই করে এড়িয়ে গিয়েছেন বৈঠক। পুনরায় দিনস্থির হয়নি শোভনের সঙ্গে বৈঠকের। শোভনের একার পর সব কিছু নির্ভর করছে না। এর মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। বিজেপির কাছে সেটাই বড় চ্যালে়ঞ্জ।

বৈশাখী-পার্থর বৈঠকে জল্পনা তুঙ্গে

বৈশাখী-পার্থর বৈঠকে জল্পনা তুঙ্গে

এদিকে শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে। সেই বৈঠক শেষে তিনি শোভনের তৃণমূলে ফেরা নিয়ে মুখ খোলেন। আবার পার্থ চট্টোপাধ্যায়ও শোভনের তৃণমূলে ঘরওয়াপসি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য

English summary
BJP now faces big trouble to Sovan Chatterjee to do active him before municipality election. Central leadership tries to return in main stream to Sovan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X