For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে কোন্দল চরমে, এবার খোদ জেলা সভাপতিকেই বয়কট! ভোটের মুখে বাড়ছে বিপদ

বিজেপিতে কোন্দল চরমে, এবার খোদ জেলা সভাপতিকেই বয়কট! ভোটের মুখে বাড়ছে বিপদ

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে পিছু ছাড়ছে না কোন্দল। মতুয়া-গড়ে বিদ্রোহ চরম আকার নিয়েছে। এবার বাঁকুড়াতেও কোন্দল তুঙ্গে উঠল। বাঁকুড়ায় জেলা সভাপতিকেই বয়কট করলেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ফলে বিজেপিতে ভাঙনের ছবি সুস্পষ্ট হয়ে উঠেছে। জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছে এলাকায়। রদবদলের পর থেকেই বিজেপিতে ডামাডোল আর থামছেই না।

বিদ্রোহের জেরে দলত্যাগ বিজেপিতে

বিদ্রোহের জেরে দলত্যাগ বিজেপিতে

সম্প্রতি বিজেপির রাজ্য কমিটিতে রদবদল হয়। তারপর বদল হন জেলা সভাপতিরা। জেলা কমিটিও সেইমতো নতুন করে গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলায় নতুন নেতৃত্বকে চাপিয়ে দেওয়া নিয়েও বিজেপিতে বিক্ষোভ বাড়ছে। বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। সেই বিদ্রোহের জেরে দলত্যাগের ছবিও ধরা পড়েছে সম্প্রতি। আরও ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে বিজেপিতে।

বিজেপি নেতৃত্বের নাম করেই পোস্টার

বিজেপি নেতৃত্বের নাম করেই পোস্টার

বাঁকুড়ার তালডাংরা বাজার এলাকায় সম্প্রতি বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নামে পোস্টার পড়েছে। মঙ্গলবার সকাল থেকেই এলাকায় বিভিন্ন জায়গায় পোস্টার নজরে পড়ে। পোস্টারে লেখা রয়েছে- দুর্নীতিগ্রস্ত সাংসদ, বাঁকুড়া জেলা সভাপতি সুনীল মণ্ডলের পদত্যাগ চাই, ইত্যাদি। বিজেপি নেতৃত্বের নাম করেই এই পোস্টার পড়েছে ওই এলাকায়।

সাংসদে ক্ষোভ, তীব্র অস্বস্তিতে বিজেপি

সাংসদে ক্ষোভ, তীব্র অস্বস্তিতে বিজেপি

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে বিভিন্ন সাংগঠনিক জেলায় যে নতুন সভাপতিদের নিয়োগ করা হয়েছে, তা নিয়ে ফের অশান্তি শুরু হয়েছে বাঁকুড়াতে। এই বিক্ষোভে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকারের বিরুদ্ধে মুখ খোলেন বিজেপির কর্মীরা। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়ে যায় বিজেপি।

বিজেপিতে গৃহদাহ ঘটাচ্ছে চাপা ক্ষোভ

বিজেপিতে গৃহদাহ ঘটাচ্ছে চাপা ক্ষোভ

গত ২৫ ডিসেম্বর বাঁকুড়া জেলায় সভাপতি রদবদল হয়। পরে নতুন জেলা কমিটি গঠন করে বিজেপি নেতৃত্ব। সেইসব নতুন কমিটিকে কেন্দ্র করেই বিজেপি কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভই ক্রমশ জাগ্রত হয়ে বিজেপিতে গৃহদাহ ঘটাচ্ছে। বিজেপিতে কোন্দল চরম আকার নিচ্ছে ক্রমশ।

পদত্যাগের রেওয়াজই শুধু নয়, দলবদলও

পদত্যাগের রেওয়াজই শুধু নয়, দলবদলও

বাঁকুড়া জেলায় বেশ কিছুদিন ধরেই ভাঙন তৈরি হয়েছে। বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা সাংসদ-বিধায়ক ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলীয় সমস্ত পদ থেকে সরে দাঁড়াতে থাকেন। পদত্যাগের রেওয়াজই শুধু নয়, দলবদলও করতে থাকেন নেতা-কর্মীরা। তারপর ফের পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

বিজেপি নাজেহাল রদবদলের ঝক্কি সামলাতে

বিজেপি নাজেহাল রদবদলের ঝক্কি সামলাতে

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপিতে নতুন করে এই কোন্দল ফের অস্বস্তি বাড়িয়েছে। বিজেপিতে শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া-গড়ের বিধায়ক ও নেতারা বিদ্রোহে শামিল হয়েছেন। সেই বিদ্রোহে জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারিরা যোগ দিয়ে সমায়িক বরখাস্ত হয়েছেন। কিন্তু তারপরও থামেনি বিদ্রোহ। নেতা-কর্মীদের অসন্তোষ বেড়েই চলেছে। রাজ্য বিজেপি নাজেহাল রদবদলের ঝক্কি সামাল দিতে।

English summary
BJP face discomfort situation due to rebels of leaders against newly appointed district president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X