For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুন্দরবনের ভাঙা বাড়ির 'রক্ষাকবচ' তৃণমূলের পতাকা, ইভিএমে গেরুয়া ঝড় তোলার প্রস্তুতি বিজেপির

Google Oneindia Bengali News

আমফান বিদ্ধস্ত বাড়িতে লাগানো তৃণমূলের পতাকা। সুন্দরবনের বাড়িতে বাড়িতে এভাবেই 'সুরক্ষা'র জন্যই নাকি উড়ছে ঘাসফুলের পতাকা। নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবনবাসী সেই বাড়ির মালিককে অবশ্য রাজনৈতিক আনুগত্যের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অকপটে জানান, ভোট দেবেন বিজেপিতে। আমফান নিয়ে দুর্নীতির ফায়দা তুলে এহেন বহু 'তৃণমূল সমর্থক'-এর ভরসাতেই সুন্দরবনে গেরুয়া ঝড় তোলার ছক কষছে বিজেপি।

কেউই নাকি সরকারের থেকে সাহায্য পাননি

কেউই নাকি সরকারের থেকে সাহায্য পাননি

আমফান ঝড়ের চিহ্ন বাহিত সেই বাড়ির মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সরকারের পক্ষ থেকে কোনও সাহায্যই তিনি পাননি। এই একই কথা শোনা যায় এলাকার বহু মানুষের গলাতেই। প্রায় সবারই অভিযোগ, যারা সক্রিয় ভাবে তৃণমূল করেন, সেই মানুষরাই সরকারের অনুদান পেয়েছে। যাদের আদতে সেই অনুদান প্রয়োজন ছিল, তাদের কেউই নাকি সরকারের থেকে সাহায্য পাননি।

রাজনৈতিক আমফান আসতে চলেছে

রাজনৈতিক আমফান আসতে চলেছে

নির্বাচনের আবহে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকেই রব উঠেছে, এবারে ভোটবাক্সে রাজনৈতিক আমফান আসতে চলেছে। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর ধরে এই সুন্দরবন এলাকাটি তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত ছিল। তবে আমফান পরবর্তী সময়ে পরিস্থিতিতে বদলেছে। এবং এর আঁচ পেয়েছে বিজেপিও। আর তাই এই পরিস্থিতির রাজনৈতিক ফায়দা তুলতে ঘর গোছাচ্ছে গেরুয়া শিবির। ২০১১ সাল থেকে এখানকার চারটি আসন, গোসাবা, কাকদ্বীপ, সাগর এবং পাথরপ্রতিমায় জিতে এসেছে তৃণমূল।

বিজেপির ফোকাসে সুন্দরবনের চারটি আসন

বিজেপির ফোকাসে সুন্দরবনের চারটি আসন

সুন্দরবন এলাকার চারটি আসনে ভোট হতে চলেছে ১ এপ্রিল। সেদিন সবার নজর যদিও বা থাকবে নন্দীগ্রামের উপর। তবে সুন্দরবনের হাওয়া বদলাতে বিজেপির ফোকাসে রয়েছে এই চারটি আসনও। আমফানের সময় অনুদান না পাওয়া এবং ত্রাণ লুঠের অভিযোগে জেরবার তৃণমূলের হাল ফেরাতে 'ক্ষমা' চেয়েছেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাতে বরফ গলবে কি না, তা এখন একটি বড় প্রশ্ন।

বিজেপির দিকে ঝুঁকেছেন অনেকেই

বিজেপির দিকে ঝুঁকেছেন অনেকেই

এদিকে বিজেপি এখানকার ভোটারদের মন জয় করতে মৎসজীবীদের জন্য বাৎসরিক ৬ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তাদের ইস্তেহারে। যা নিয়ে খুশি সেখানকার অনেক মৎসজীবী। এছাড়া বিজেপির ইস্তেহারে ঘোষিত মহিলাদের জন্য বেশ কয়েকটি জনমুখী প্রকল্প মন কেড়েছে এই এলাকার ভোটারদের। উল্লেখ্য, মহিলাদের বিনামূল্যে চিকিৎসা, পড়াশোনা সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

ভরসার নাম মমতা

ভরসার নাম মমতা

তবে এখনও তৃণমূলকে সমর্থনকারীদের সংখ্যা এই এলাকায় বিশাল। তার শ্রেয় অবশ্যই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাদের বক্তব্য, ঘাসফুল শিবিরকে এখনও সমর্থন করার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য। এহেন সুন্দরবনে রবিবার শুভেন্দু অধিকারী গেরুয়া ঝড় তোলার চেষ্টা করেন। এর আগে বেশ কয়েক দফায় এখানে জনসভা করতে এসেছেন রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, অমিত শাহরা।

দোল উৎসবে মেতেই প্রচারে কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়

English summary
BJP eyeing to breach TMC bastion Sunderbans amid Amphan controversy as 4 seats goes to vote on 1st April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X