For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারের ভয়ে তৃণমূল ছাপ্পা ভোট দিয়েছে! ব্যারাকপুরে পুনর্নির্বাচনের দাবি বিজেপির

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি বিজেপি। দিল্লিতে বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর দাবি করেন, বেশ কিছু বিজেপির এজেন্টদেরবসতে দেওয়া হয়নি।

Google Oneindia Bengali News

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি বিজেপি। দিল্লিতে বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর দাবি করেন, বেশ কিছু বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তাদের প্রার্থী অর্জুন সিং-এর ওপর হামলা হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। হারের ভয়ে তৃণমূলের ছাপ্পা ভোট, অভিযোগ করেছেন প্রকাশ জাভড়েকর।

মুখ ফাটল অর্জুনের

মুখ ফাটল অর্জুনের

ব্যারাকপুরের মোহনপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রার্থী অর্জুন সিং-এর। এরই মধ্যে তৃণমূল সমর্থকদের হামলায় অর্জুন সিং-এর ঠোঁট ফেটে যায়। অর্জুন সিং-এর
অভিযোগ, আইসি টিটাগড়ের উপস্থিতিতে এই হামলা চলে বলে।

অর্জুন সিংকে চ্যালেঞ্জ তৃণমূল এজেন্টের

অর্জুন সিংকে চ্যালেঞ্জ তৃণমূল এজেন্টের

ব্যারাকপুরের মোহনপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। তৃণমূল এজেন্ট দাবি করেন প্রার্থী বুথে ঢুকতে পারেন না। সেই চ্যালেঞ্জের সামনে অর্জুন সিং না দাড়িয়ে সরে আসেন। বলেন নিয়ম জানেন না ওই তৃণমূল এজেন্ট। মোহনপুরের ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।

ভুয়ো ভোটারদের তাড়া অর্জুনের

ভুয়ো ভোটারদের তাড়া অর্জুনের

এদিন সকাল থেকে অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছে যাচ্ছিলেন অর্জুন সিং। ভুয়ো ভোটারদের তাড়া করতেও দেখা যায় তাঁকে। তাঁর পিছনে পিছনে
ছুটতে থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বুথে 'অনিয়ম'

বুথে 'অনিয়ম'

ব্যারাকপুরের অন্তর্গত বীজপুরের ১১৬ নম্বর বুথ। প্রত্যেক বুথের মতো এদিন সকালে এই বুথেও মক পোল করেন পোলিং অফিসার। ছিলেন অন্য ভোটকর্মী এবং এজেন্টরাও।
কিন্তু ইভিএম-এ মকপোলের সংখ্যা না মুছেই ভোটগ্রহণ শুরু হয়ে যায়। ৮৫ জন ভোট দিয়ে বেরিয়েও যান। সেই সময় বিষয়টি খেয়ালে আসে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন:কাকিমা ১ নম্বর, সাক্ষী রইলেন রবীন্দ্রনাথ! ব্যবস্থা নিল কমিশন ][আরও পড়ুন:কাকিমা ১ নম্বর, সাক্ষী রইলেন রবীন্দ্রনাথ! ব্যবস্থা নিল কমিশন ]

পুনর্নির্বাচনের দাবি বিজেপির

পুনর্নির্বাচনের দাবি বিজেপির

প্রাথমিকভাবে অর্জুন সিং-এর সংবাদ মাধ্যমের কাছে পুনর্নির্বাচনের দাবি না করলেন, দিল্লি থেকে বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর দাবি করেন পুনর্নির্বাচনের। তাঁর অভিযোগ হারের ভয়ে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল।

[আরও পড়ুন: 'একদম চোপ'! হুগলিতে ছাপ্পা পাকড়াও করে ফুঁসে উঠলেন লকেট][আরও পড়ুন: 'একদম চোপ'! হুগলিতে ছাপ্পা পাকড়াও করে ফুঁসে উঠলেন লকেট]

English summary
BJP demands reelection in Barrackpur. They met election commission in this matter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X