For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে পর্যুদস্ত করে বিপুল জয় বিজেপির, হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে রং-বদল

এক বছর আগেও বিজেপির এই প্রভাব ছিল না হাইকোর্টে। লোকসভা ভোটের পর হাইকোর্টের বার কাউন্সিলের পরিচালন সমিতিতে বিপুল পরিবর্তন এল।

Google Oneindia Bengali News

এক বছর আগেও বিজেপির এই প্রভাব ছিল না হাইকোর্টে। লোকসভা ভোটের পর হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বিপুল পরিবর্তন এল। তিনটি গুরুত্বপূর্ণ পদে জয় পেল বিজেপি। মোট ১৫টি পদের মধ্যে আটটি পদে জয় পেলেন গেরুয়া শিবিরের আইনজীবীরা। তৃণমূল ধরাশায়ী হল কলকাতা হাইকোর্টে।

যে সব পদে জয় যার

যে সব পদে জয় যার

এবার বার কাউন্সিলের ভোটে বিজেপি সহ সভাপতি, সম্পাদক ও সহ সম্পাদক পদে জয়ী হয়েছে। কোষাধ্যক্ষ পদে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর কংগ্রেস সহ সম্পাদক পদে জয় পেয়েছে। ১৫টির মধ্যে আটটি পদে জয়লাভ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ।

বার কাউন্সিলেও বিপুল জয়

বার কাউন্সিলেও বিপুল জয়

সম্প্রতি লোকসভায় প্রভূত সাফল্য পেয়েছে বিজেপি। রাজ্যে ৪২টির মধ্যে ১৮টি আসনে জয়ী হয়েছে। তৃণমূলের ২২টি আসন প্রাপ্তিতে ঘাড়ের সামনে নিঃশ্বাস ফেলছে বিজেপি। এই অবস্থায় খোদ কলকাতার বুকে হাইকোর্টের বার কাউন্সিলে বিজেপির জয় অন্যরকম বার্তা দিয়ে গেল। কলকাতা যে তৃণমূলের কাছে মস্ত বড় চ্যালেঞ্জের হয়ে উঠছে, তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিই জানান দিচ্ছে।

জয়ের পর ব্যালট খোঁচা

জয়ের পর ব্যালট খোঁচা

কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ভোটে বিপুল জয় পাওয়ার পর বিজেপি প্রভাবিত আইনজীবী সংগঠনের প্রার্থীদের দাবি, এখানো ভোট হয়েছিল ব্যালটে। গণনার শেষে দেখা যায় গুরুত্বপূর্ণ ১৫টি পদের মধ্যে আটটিই জিতছে তারা। এখানে ইভিএম নেই, তাই প্রশ্নই নেই কারচুপির, ব্যালটেই কিন্তু জিতল বিজেপি।

জিতেই জয় শ্রীরাম ধ্বনি

জিতেই জয় শ্রীরাম ধ্বনি

ফলাফল ঘোষণার পরে বিজেপির পক্ষ থেকে স্লোগান তোলা হয়। আদালত চত্বর মুখর হয়ে ওঠে জয় শ্রীরাম স্লোগানে। বিজেপি প্রভাবিত সংগঠনের আইনজীবীরা জয়ী ঘোষিত হওয়ার পর সম্মিলিত হয়ে 'জয় শ্রীরাম' স্লোগান তোলেন।

English summary
BJP defeats Trinamool Congress in High court’s bar council’s election. BJP win three importance posts,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X